নবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসন চত্ত্বরে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেণ ঢাকা-১ আসনের সাংসদ (এমপি) এ্যাড. সালমা ইসলাম। এরপর পুষ্পার্ঘ্য অর্পন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ, থানা পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলালীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, উপজেলা শিল্পকলা একাডেমি, দোহার-নবাবগঞ্জ কলেজ, বিভিন্ন অঙ্গসংগঠন, প্রেসক্লাব, মুক্তিযাদ্ধা সংসদ, স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি, বিভিন্ন এনজিও সংস্থা, সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠি, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এরপর নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রদর্শিত হয়।

নবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাড. সালমা ইসলাম (এমপি), বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সাবেক গণ পরিষদ সদস্য আবু মো. সুবেদ আলী টিপু, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, ঢাকা মহানগর কৃষক লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমদ ঝিলু, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, জেলা পরিষদের সদস্য এসএম সাইফুল ইসলাম, মাহমুদা আক্তার, দোহার নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, ঢাকা জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জুয়েল আহমেদ প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment