আশুলিয়া কেক তৈরীর করাখানায় আগুন

আশুলিয়া কেক তৈরীর করাখানায় আগুন

মোহাম্মদ আব্দুস সালাম(রুবেল)আশুলিয়া প্রতিনিধিঃ-
আশুলিয়ার জিরাব এলাকায় ইফাদ গ্রুপ এর একটি খাদ্যপণ্য তৈরির কারখানায় আগুন লেগে তিনতলার কেক তৈরীর সকল মেশিন পুড়ে যায়।

বুধবার(২৮ ই মার্চ) ভোর পাঁচটায় ইফাদ গ্রুপের ওই কারখানা ভবনের তিনতলায় আগুন লাগে। কেক তৈরির কারখানা পুরোটাই পুড়ে যায়। ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগুন লাগার খবর পেয়ে (ইপিজেড) ফায়ার সার্ভিসের ৪টি ও সাভারের ২টি ইউনিট ইউনিট কাজ শুরু করে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুলিয়া ইপিজেড এলাকার ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মোহাম্মদ ঈমাম হোসেন বলেন সিনিয়ার স্টোশন অফিসার আব্দুল হামিদ এর নেতৃত্বে মোট ৬ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনেন ।

কারখানাটির তিনতলায় কেক তৈরি হতো। আগুনে কেক তৈরির যন্ত্রপাতি পুরোপুরি পুড়ে গেছে। আগুনে কোন ব্যক্তির ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment