এলেঙ্গায় পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়

এলেঙ্গায় পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর নির্বাচেনে বর্তমান মেয়রের ধানের শীষকে তিনে রেখে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী নূর-এ-আলম সিদ্দিকী ১৪ হাজার ১৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম সাফি তালুকদার ৫ হাজার ৫৫৭ ভোট পেয়েছেন।

ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র শাফি খান ৫ হাজার ৪৭৪ ভোট পান। ভোট পড়েছে ৮৬%।

পৌরসভার নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন এবং তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

প্রসঙ্গত, ২০১১ সালে এলেঙ্গাকে ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভায় উন্নীত করা হয়। ২০১৩ সালে নির্বাচনে প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হন বিএনপি নেতা শাফী খান। মোট ১২টি ভোট কেন্দ্রে ১৫ হাজার ৬৬৩ জন পুরুষ ও ১৫ হাজার ৪৮২ মহিলা মোট ৩১ হাজার ১৪৫ পুরুষ ১৫ হাজার ৬৬৩ মহিলা ১৫ হাজার ৪৮২। আয়তন ২৩.২৪ বর্গ কিলোমিটার।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment