চুয়েটে ৭ম তারুণ্য উৎসব শুরু: ৪০টি বিশ্ববিদ্যালয়ের ৭০টি সংগঠন অংশ নিচ্ছে

চুয়েটে ৭ম তারুণ্য উৎসব শুরু: ৪০টি বিশ্ববিদ্যালয়ের ৭০টি সংগঠন অংশ নিচ্ছে

‘তারার হাসি ফুলের চোখ, আমার হোক, সবার হোক’ স্লোগানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ আজ বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮ খ্রি: শুরু হয়েছে ৭ম তারুণ্য উৎসব। চুয়েট ডিবেটিং সোসাইটি-এর আয়োজনে উক্ত উৎসবে দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের ৭০টি সংগঠন অংশ নিচ্ছে। উৎসবের প্রথম দিন ছিল তারুণ্যের শোভাযাত্রা, মঞ্চনাটক ‘রূপার কৌটা’ প্রভৃতি।
চুয়েট ক্যাম্পাসে আনন্দমুখর তারণ্যের শোভাযাত্রার উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক হরি শংকর জলদাস। এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়েটের রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক এ.টি.এম শাহজাহান, ইইই বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান চৌধুরী, মানবিক বিভাগের প্রভাষক নাহিদা সুলতানা, সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) ফজলুর রহমানসহ চুয়েট ডিবেটিং সোসাইটির সাবেক ও বর্তমান কর্মকর্তাগণ।
উৎসবে আগামীকাল ৩০ মার্চ দ্বিতীয় দিন থাকবে বিতর্ক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব, আলোকচিত্র প্রদর্শনী, মুভি প্রিমিয়ার-‘গহীন বালুচর’, আতশবাজি, আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব, বাউল রাত। সমাপনী দিনে থাকছে চুড়ান্ত বির্তক, পুরষ্কার বিতরণী, গানে গানে প্রভাতফেরী, কনসার্ট প্রভৃতি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment