নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে উপ- নির্বাচন সম্পূর্ণ

নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে উপ- নির্বাচন সম্পূর্ণ

নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য পদে উপ- নির্বাচন সম্পূর্ণ হয়েছে।

প্রশাসনের কড়া নিরাপত্তায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত হরিশকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কার্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়।।

৬নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ছিলো ২৩৬১ জন। এর মধ্যে মহিলা ভোটার ১১৯৪ এবং পুরুষ ১১৬৭ জন।
নারী ও পুরুষ মিলে মোট ১৫৬২ ভোট প্রয়োগ হয়। এবং এর মধ্যে বাতিল ভোট ১৭ টি।

নির্বাচনে সদস্য পদে মো. অাজিম উদ্দিন (জাম্বু) ফুটবল মার্কা, মো. নাসির মোল্লা তালা মার্কা, শেখ অাব্দুল মান্নান মোরগ মার্কা নিয়ে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিনীতা করেন।
এতে তালা মার্কা নিয়ে নাসির মোল্লা ৭২৫ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অাজিম উদ্দিন জাম্বু ফুটবল মার্কা নিয়ে ৪৬২ ভোট পান।

ভোট কেন্দ্রের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দায়িত্বপ্রাপ্ত পারভেজুর রহমান। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লিয়াক হোসাইন।

দুপুর ১২ টায় ভোট কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন, নির্বাচন অফিসার ফারজানা অাবেদীন, নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল প্রমুখ।

উল্লেখ্য যন্ত্রাইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য শেখ অায়নাল গত তিনমাস অাগে লিভার ক্যান্সারে অাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার পর অাসনটি শূন্য হয়ে যাওয়ায় উপজেলা নির্বাচন অফিস থেকে এই উপ- নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন সম্পূর্ণ করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment