বাস দুর্ঘটনায় থাইল্যান্ডে ২০ মিয়ানমার শ্রমিক নিহত

বাস দুর্ঘটনায় থাইল্যান্ডে ২০ মিয়ানমার শ্রমিক নিহত

অভিবাসী শ্রমিক বোঝাই একটি বাস মিয়ানমার থেকে থাইল্যান্ডের ঢোকার পথে আগুন ধরে গেলে ২০ জন নিহত হয়েছে। শুক্রবার ভোরের এই ঘটনায় ৩ জন আহত হয়েছে। এরা সকলেই বৈধভাবে থাইল্যান্ডে কাজ করতে গিয়েছিল। তাদের হতাহতের খবরটি থাই পুলিশ নিশ্চিত করেছে। বাসের যাত্রীরা সকলেই মিয়ানমারের নাগরিক ছিল।

 

সূত্র মতে, ৪৭ জন অভিবাসী শ্রমিক নিয়ে মিয়ানমার সীমান্ত দিয়ে থাই সীমান্তে প্রবেশ করেছিল যাত্রীবাহী বাসটি। যাত্রাপথে চালক বাসটির মাঝের অংশ আগুন ধরে যেতে দেখে। এতে আতঙ্কিত হয়ে যাত্রীদের অধিকাংশ বাসটি ছেড়ে পালিয়ে যায়। আর যারা বাসের মধ্যে আটকা পড়ে, তারা পুড়ে মারা যায়। থাইল্যান্ডের মেটর ডিস্ট্রিক পুলিশের প্রধান র্কীতিকানক দান-উদম এ তথ্য জানিয়েছেন।

 

প্রসঙ্গত, থাইল্যান্ডে ৩০ লাখ অভিবাসী শ্রমিক কাজ করে। যাদের অধিকাংশ প্রতিবেশী দেশগুলোর দরিদ্র শ্রেণি থেকে আসে। সূত্র : রয়টার্স

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment