‘রাশি’ এখন বড় পর্দার নায়িকা

‘রাশি’ এখন বড় পর্দার নায়িকা

‘রাশি’কে চেনেন তো। জি বাংলার সেই ‘রাশি’ দর্শকের আড়ালে ছিলেন অনেক দিন। ‘রাশি’ শেষ হওয়ার পর দেড় বছর বিরতি নিয়ে, গত বছরের জানুয়ারি মাসে যুক্ত হন স্টার জলসার ‘দেবীপক্ষ’ নামের আরেকটি সিরিয়ালের সঙ্গে। ‘রাশি’ যেভাবে দর্শকহৃদয়ে নিজের স্থান করে নিয়েছিল, ‘দেবীপক্ষ’ তেমনটা পারেনি। দর্শক ভুলতে পারেনি ‘রাশি’কে। এখন কী করছে মেয়েটি? জানা গেল, ছোট পর্দার নায়িকা থেকে এখন বড় পর্দার নায়িকা হয়ে গেছেন তিনি।

রাশির আসল নাম গীতশ্রী রায়। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম ছবি ‘অন্তর সত্তা’। ছবিটির পরিচালক ঋক চট্টোপাধ্যায়। ছবিতে গীতশ্রীর চরিত্রের নাম ‘মিষ্টি’। ছবির গল্প গড়ে উঠেছে উজান আর মিষ্টিকে নিয়ে। জীবনের নানা পর্যায়ে চলতে চলতে উজান ক্রমেই একা হয়ে যায়। মিষ্টির সঙ্গে তার জীবন যোগসূত্রে বাধা পড়েও ছিন্ন হয়ে যায়। উজানের একাকিত্বের সুরে বাধা এই ছবিতে গীতশ্রী ছাড়াও অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, তুলিকা রায়, রাজদীপ সরকার প্রমুখ।

প্রথম ছবি নিয়ে গীতশ্রীর অভিমত, ‘যারা ছবিটি দেখেছেন, তারা যখন সিনেমা হল থেকে বের হয়েছেন, তখন তাদের চোখ ছিল ভেজা। ছবিতে গীতশ্রী বাস্তববাদী মেয়ে। মিষ্টির সঙ্গে বাস্তবের গীতশ্রীর তেমন মিল নেই।’

‘রাশি’ শেষ হয়েছে অনেক দিন হলো। কিন্তু দর্শক এখনো মনে রেখেছে রাশি নামের সেই সংগ্রামী মেয়েকে। গীতশ্রী বললেন, ‘যারা আমাকে ছোট থেকে গীতশ্রী বলে ডাকতেন, তাদের কাছে আমি আজও গীতশ্রী বা গীত। অন্যরা অবশ্য রাশি বলেই ডাকেন।’

নিজের আগামী কাজ নিয়ে গীতশ্রী বললেন, ‘আড্ডা টাইমসের একটি ওয়েব সিরিজে অভিনয় করছি। সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর পরিচালনায় এই ওয়েজ সিরিজের নাম “ভার্জিন মোহিতো”। দেখা যাবে এপ্রিলের শেষে।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment