ঐতিহ্যবাহী সরকারী ভূষণ স্কুলের শিক্ষক মরহুম ওয়ালিয়ার রহমানের স্বরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী সরকারী ভূষণ স্কুলের শিক্ষক মরহুম ওয়ালিয়ার রহমানের স্বরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত
 রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মরহম ওয়ালিয়ার রহমানের স্বরনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার সভাপতিত্বে অনুষ্টিত আলোচনায় অংশ নেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, বিদ্যালয়ের সহ সহকারী জাফরুল ইসলাম, মনোয়ার হোসেন ওয়াসিম ও অন্ন্যান্ন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বিদ্যালয়ে শিক্ষার্থী ছাত্র ও মরহুমের শুভাকাঙ্খীদের উপস্থিতিতে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলহাজ্ব রুহুল আমিন। মরহুম ওয়ালিয়ার রহমান শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার অকার মৃত্যুতে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরহুম ওয়ালিয়ার রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাষ্টার্স পাস করে ১/১/১৯৮৯ ইং তারিখে চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে শিক্ষাকতা শুরু করেন। সেখানে দীর্ঘ ১৫ বছর পর ২/২/২০০৫ ইং তারিখে সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করেন। তার চাকুরীর মেয়াদ ৯ মাস বাকী থাকা কালীন না ফেরার দেশে চলে গেছেন ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment