জগন্নাথপুরের ১০৮ টি সরকারী   প্রাথমিক  বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন

জগন্নাথপুরের ১০৮ টি সরকারী   প্রাথমিক  বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-
সরকার কর্তৃক বরাদ্দকৃত জগন্নাথপুর   শিক্ষা অফিসের উদ্যোগে ১০৮ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন করা হয়েছে।
রোববার (১লা এপ্রিল) বিকালে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ল্যাপটপ বিতরণ উপলক্ষে জগন্নাথপুর  উপজেলা সদরস্থ আবদুস সামাদ আজাদ    অডিটোরিয়ামে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জগন্নাথপুর উপজেলায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুনুর রশীদের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা, শিক্ষক রুহুল আমিনের  যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক ধীরেন্দ্র তালুকদার, শিক্ষক আলমগীর হোসেন প্রমূখ।
 এ সময় জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী, জগন্নাথপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলাম, জগন্নাথপুর পৌর আ.লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপাল, পৌর আ.লীগের সহ-দপ্তর সম্পাদক মামুন আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী, পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক আহমদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় অতিথি বৃন্দ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষদের হাতে সরকার কর্তৃক বরাদ্দকৃত ল্যাপটপ তুলে দিয়েছেন। এর আগে জগন্নাথপুর থানা পুলিশের সশস্ত্র সালাম গ্রহন করেন প্রতিমন্ত্রী এমএ মান্নান এবং পরে উপজেলার ঘোষগাও উচ্চ বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।
জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন জানান,এই উপজেলার ১৫৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৮ টি বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment