ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৮

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৮

ফেনী প্রতিনিধিঃ
ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আহত হয়েছেন অন্তত ৮জন। বৃহস্পতিবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় ও ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশন এলাকায় পৃথক এ দুর্ঘটনাগুলো ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের লেমুয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই গাড়িটির হেলপার জসিমের মৃত্যু হয়।

নিহত জসিম লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর নেয়ামত গ্রামের আজিজুল হকের ছেলে।অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশন এলাকায় ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাহিরে চলে যায়। এতে আটজন আহত হন।

এসময় কুমিল্লার চিওড়া এলাকার মাহবুবুর রহমানের স্ত্রী সুলতানা হক (৪০), একই এলাকার ইয়াকুব হোসেনের মেয়ে তানি, ফেনীর দাউদপুল এলাকার নুর নবীর মেয়ে ফেরদৌস আরা, কুমিল্লার চৌদ্দগ্রামের জামপাড়া এলাকার আবদুস সাত্তারের ছেলে মামুন, একই এলাকার আবদুর রাজ্জাকের ছেলে শিপন, ফেনী সরকারি কলেজের শিক্ষক বোলায়েত হোসেন, সোনাগাজী উপজেলার পালগিরী এলাকার হাবিবুর রহমানের ছেলে মাহবুবুল হক এবং কুমিল্লার চৌদ্দগ্রামের আলকড়া এলাকার মো. হুমায়ুন।

ফেনী আধুনিক সদর হাসপাতালের দায়িত্বরত আবাসিক চিকিৎসক ডা. রিদওয়ান সড়ক দুর্ঘটনায় আটজন আহতের তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, আহতদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি রয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। ফেনী সদর হাসপাতাল এলাকায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment