নির্বাচন বর্জন করে জনগণের কাছে কেমনে যায়?

নির্বাচন বর্জন করে জনগণের কাছে কেমনে যায়?

নির্বাচন বর্জন করে জনগণের কাছে যাওয়া যায় না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইস) কাজী রকিব উদ্দীন আহমদ।

আজ শুক্রবার প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) এক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

কাজী রকিব উদ্দীন বলেন, ‘রাজনৈতিক দলের কাজ হলো জনগণের কাছে যাওয়া। তাদের সঙ্গে থাকা। আর নির্বাচন বর্জন করে জনগণের কাছে কীভাবে যাওয়া যায়? বর্জন করে জনগণের কাছে যাওয়া যায় না।’

আংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য কে ফিল্ড তৈরি করবে এমন প্রশ্নের জবাবে সাবেক সিইসি বলেন, এটা তৈরির দায়িত্ব সবার। সব অংশীজনের।

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের জন্য তিন দিনের এই কর্মশালার আয়োজন করা হয় নির্বাচন বিষয়ক প্রতিবেদন তৈরির প্রশিক্ষণ দিতে।

কর্মশালার দ্বিতীয় দিন প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ও সাবেক নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিক।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment