আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগাতে চান সাকিব

আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগাতে চান সাকিব

আইপিএলে অভিষেকের পর থেকে দীর্ঘ সাত বছর ধরে কলকাতার জার্সিতে খেলেছেন বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব আল হাসান। এতদিন পরে এবারের আসরে কলকাতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সাকিবের নতুন ঠিকানা সানরাইজার্স হায়দ্রাবাদ। ইতিমধ্যে হায়দ্রাবাদের হয়ে দুটি ম্যাচ খেলেছেন সাকিব। সবকিছু মিলিয়ে আইপিএলের অভিজ্ঞতা নিজের দলে কাজে লাগাতে চান বিশ্ব সেরা এই অলরাউন্ডার।

কলকাতা ছেড়ে হায়দ্রাবাদে নিজের অভিজ্ঞতা এবং অনুভূতির কথা বলতে গিয়ে সাকিব জানান,‘নতুন দলে খূব ভালো উপভোগ করছি। গত এক সপ্তাহের মতো হয়েছে দলের সঙ্গে আছি। সবকিছূ মিলিয়ে এখানে ভালোই কাটছে আমার। ’

কলকাতায় দীর্ঘ সময় পার করায় অভিজ্ঞতা হয়েছে এই তারকার। দলের জয়েও অনেক ভূমিকা রেখেছেন তিনি। এবার নিজের অভিজ্ঞতা হায়দ্রাবাদে কাজে লাগাতে চান সাকিব।

এই বিষয়ে তিনি বলেন,‘গত সাত বছর কলকাতার হয়ে খেলাটা অনেক বড় বিষয়। সেখানে অনেক অভিজ্ঞতাও হয়েছে। দুটো আইপিএল শিরোপা জয় বড় প্রাপ্তি আমার জন্য। সেসব অভিজ্ঞতা আমার মাথায় রয়েছে এবং আশা করছি সেগুলো সানরাইজার্সের হয়ে সেটা কাজে লাগাতে পারব।’

আইপিএলের হায়দরাবাদের প্রধান কোচ টম মুডি। বিভিন্ন দেশে টুর্নামেন্ট খেলার কারণে আগেও মুডির অধীনে খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব। অপরদিকে নিদাহাস ট্রফিতে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ সাইমন হেলমটও আছেন হায়দরাবাদে।

তাদের বিষয়ে সাকিবে বলেন ‘বিবিএল খেলতে গিয়ে মেলবোর্নে তাঁদের সঙ্গে পরিচয় আমার। সাইমন হেলমট বাংলাদেশ দলেরও কোচ ছিলেন। তারা অনেক সহায়তা করছে আমাকে, আত্মবিশ্বাস যুগিয়েছে। এখন এই অভিজ্ঞতা দলকে দেওয়ার পালা।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment