সাভারে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ  

সাভারে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ  
মোহাম্মদ আব্দুস সালাম (রুবেল)সাভার:
সাভারের পৌর এলাকা আড়াপাড়ায় আব্বাস এ্যাপারেল লিঃ নামে একটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে । গত
শনিবার (১৩ এপ্রিল) রাত ৭ ঘটিকার সময় হতে রাত ২ টা পষন্ত  সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় অবস্থিত  তৈরী পোশাক কারখানায় কর্মরত শ্রমিকরা  বিক্ষোভ শুরু করে ।
 শ্রমিকরা জানান, গতমাসের বেতন ৫-৭ তারিখের মধ্যে দেওয়ার কথা থাকলেও মালিক পক্ষ পরিশোধ করে নাই  ।   তাই বেতনের দাবিতে মধ্য রাতে কারখানার ভিতরে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছে শ্রমিকরা  । তাদের দাবি নিদিষ্ট সময়ের মধ্যে বেতর পরিশোধ না করতে পারলেও পহেলা বৈশাখের পূর্বে বেতর দেওয়ার প্রতিশ্রতি দেন  মালিক পক্ষ।
আব্বাস এ্যাপারেল লিঃ এডমিন শাহাদাত হোসেন   জানান , একটি শিপমেন্ট বাতিল হওয়ার কারনে এখনো বেতন দেওয়া সম্ভব হয়নি কর্মীদের। মালিক পক্ষের সাথে আলোচনা করা হয়েছে আগামী সোমবার বেতন দেওয়া হবে  বলে জানান তিনি ।
 সাভার শিল্প এলাকার ইন্ডাষ্ট্রিয়াল পুলিশের উপ-পরিদর্শক  সেলিম আহম্মেদ  বলেন এখন পরিস্থিতি  নিয়ন্ত্রনে রয়েছে ।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে  অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে কারখানায় ।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment