বাংলাদেশের ফুটবলে সুখবর

বাংলাদেশের ফুটবলে সুখবর

বাংলাদেশের ক্রিকেট যতটা এগিয়ে ঠিক ততটাই পিছিয়ে এদেশের ফুটবল। এবার দেশের ফুটবলের উন্নতির জন্য দারুণ এক সুখবর দিল সাইফ স্পোর্টিং ক্লাব।

সাইফ ক্লাবের প্রধান কোচ হিসেবে কিছুদিন আগেই যোগ দিয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট হল। তারই সহকারী ট্রেনার হিসেবে আনা হচ্ছে তানজানিয়ান ফুটবল কোচ ডেনিস কিতাম্বি। যাকে বলা হয় তানজানিয়ার ফুটবল জাদুকর।

দেশের ঘরোয়া ফুটবল শুরু হতে এখনো বেশ সময় বাকি। তবে তার আগেই এমন সংবাদ সত্যিই বাংলাদেশের ফুটবলের জন্য দারুণ সুখবর।

ডেনিস কিতাম্বি বাংলাদেশে আসার আগে শেষ কাজ করেছিলেন কেনিয়ার সাথে। সেখানকার প্রিমিয়ার লিগের ১২ বারের চ্যাম্পিয়ন এফসি লেপার্ডের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

তাছাড়া বর্তমান প্রধান কোচ স্টুয়ার্টের সঙ্গেই কাজ করেছেন তিনি।তারা একসাথে তানজানিয়ার যুব দলেও কাজ করেছেন।

আশা করা যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন ক্লাব সাইফ স্পোটিং এই কোচকে ইদের পরপরই ঢাকায় আনবেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment