ময়মনসিংহের ফুলপুর ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত 

ময়মনসিংহের ফুলপুর ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত 
মিজানুর রহমান,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ফুলপুর ব্যবসায়ী সমিতির নির্বাচন ২০১৮ গত কাল মঙ্গলবার  অনুষ্ঠিত হয়েছে। রাত ২.৩০ ফল ঘোষণা হয়। নির্বাচনে রাসেল আহমেদ রয়েল ছাতা প্রতীকে ৩৭০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ নজরুল ইসলাম (সাইকেল) পেয়েছেন ৩৫৮ ভোট। সাধারন সম্পাদক পদে মোঃ আওলাদ হোসেন (আনারস) ৩৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল্লাহ আল সায়েম লিঠু (দোয়াত কলম) পেয়েছেন ৩৫৭ ভোট। সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম (মাছ) , সহ-সভাপতি ফেরদৌস আমান (হাত পাখা) , সোয়েব খান সুফি (গরুর গাড়ী),   মেহেদী হাসান জুয়েল (হরিণ),      সহ-সাধারণ সম্পাদক বুলবুল আহাম্মদ (কলসী), মহর আলী (রিক্সা), সাংগঠনিক সম্পাদক  নজরুল ইসলাম রুবেল (ডাব), দপ্তর সম্পাদক পদে সাদ্দাম হোসেন (আপেল) ধর্ম বিষয়ক সম্পাদক  আবুল কালাম (কাপ পিরিজ),  যোগাযোগ সম্পাদক  আঃ করিম (সিএনজি),  ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আজিজুল হক (ফুটবল),  কোষাধ্যক্ষ  শামছুল আলম রুবেল(মোমবাতি) , শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক  শফিকুল ইসলাম (দেওয়াল ঘড়ি)  , প্রচার সম্পাদক  কাজী ইমরান হোসেন (কবুতর) সদস্য  আব্দুর রহমান (কুড়াল)  আঃ মজিদ (হাতি)   মমরুজ আলী (বাল্ব)  বিজয়ী হয়েছেন ।এর আগে
যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিল্লাল হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে লিটন মিয়া বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment