কাদেরের ‘ইঙ্গিতপূর্ণ বক্তব্য’ চক্রান্তের প্রমাণ: রিজভী

কাদেরের ‘ইঙ্গিতপূর্ণ বক্তব্য’ চক্রান্তের প্রমাণ: রিজভী

‘হায়াত-মওত আল্লাহর হাতে’ বলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যকে ইঙ্গিতপূর্ণ হিসেবে দেখছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার যে তাদের নেত্রীকে নিয়ে চক্রান্ত করছে, এটাই তার প্রমাণ।

শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলন বক্তব্য রাখছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

গত ১৯ এপ্রিল রাজধানীতে খালেদা জিয়াকে নিয়ে সরকারের চক্রান্তের বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘দেখুন বেগম জিয়ার বয়স হয়েছে, হায়াৎ তো জন্মের সময় নির্ধারণ হয়ে যায়। এটা পবিত্র কোরআন শরিফেই লেখা আছে।’

‘আওয়ামী লীগ কখনও এমন নোংরা রাজনীতি করেনি, করবেও না। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার কোনো রাজনীতি করছে না।’

এর জবাবে রিজভী বলেন, ‘ওবায়দুল কাদেরের ইঙ্গিতপূর্ণ বক্তব্যে আমরা দেশনেত্রীর জীবনের নিরাপত্তা নিয়ে আরও বেশি উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছি। ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যে প্রমাণিত হলো যে, সত্যি সত্যি তারা বিএনপি চেয়ারপারসনের জীবন নিয়ে একটা গভীর চক্রান্তে লিপ্ত।’

‘খালেদা জিয়াকে নির্যাতন করাটাই ছিল যেন মূল টার্গেট। সে জন্যই তাকে সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছে।’

বৃহস্পতিবার বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানকে কারাগারে খালেদা জিয়ার সাক্ষাৎ করতে না দেয়ারও সমালোচনা করেন রিজভী।

বিএনপি নেতার দাবি, খালেদা জিয়ার হাঁটু ও পায়ের ব্যথা আরও বেড়ে গেছে। কারাগারে তাঁকে নানাবিধ সমস্যায় আক্রান্ত হতে হচ্ছে।

খালেদা জিয়ার ইচ্ছানুযায়ী তাকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা না হলে জনগণের রুদ্ররোষ থেকে কেউই রেহাই পাবে না বলেও সতর্ক করেন রিজভী। বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কারা কর্তৃপক্ষের গড়িমসি সহ্য করা হবে না।’

ঢাবি হলের সিদ্ধান্তে হতভম্ভ রিজভী

আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের কয়েকজন ছাত্রীকে অভিভাবকের হাতে তুলে দেয়ারও সমালোচনা করেন রিজভী। বলেন, ‘ছাত্রীদের প্রতি ছাত্রলীগের নির্যাতন জারি রাখার ছাড়পত্র দিয়েছে বর্তমান সরকার। ছাত্রলীগের অপকর্মগুলোর মদদদাতা আওয়ামী সমর্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে এতো নিচে নামতে পারে, সেটি দেখে বিবেকবান মানুষ আজ বিস্মিত, হতভম্ব।‘

বিএনপির নেতা নিতাই রায় চৌধুরী, মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার, সেলিমুজ্জামান সেলিম, মুহাম্মদ মুনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment