সিলেটে দিনভরই ঝড়-বৃষ্টি থাকবে

সিলেটে দিনভরই ঝড়-বৃষ্টি থাকবে

আরাফাত হোসেন:
সিলেটে ঝড়-বৃষ্টিতে আম,লিচু ও বোরো ধানের ক্ষয়ক্ষতি হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পুরো আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো।সকাল থেকেই সূর্যের মুখ দেখা যায়নি সিলেটের কোথাও। ঘোরলাগা ভোর থেকেই প্রবল বেগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুধু ঘোরেই কাটলও সকাল। আর বৃষ্টি আসলো সকাল ১০ টা পেরিয়ে।

বিদ্যুতের ঝলকানিসহ ঝড়ে আম-লিচু পড়ে যায়। এ ছাড়া বোরো ফসল ঝড়ে পড়াসহ ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে কলা,ভুট্টাসহ অন্যান্য কৃষি ফসলের ক্ষতির খবর পাওয়া গেছে।

সিলেট আবহাওয়া অফিস দিলো পুরো সপ্তাহব্যাপী বৃষ্টির পূর্বাভাস। তবে কালবৈশাখী ঝড়ের কোনো সম্ভাবনা আপাতত নেই বলেই জানালো সিলেট আবহাওয়া অফিস। সেই সাথে জানালো  আজ সারাদিন সিলেটের প্রায় সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি লাগাতার বৃষ্টি হবে পুরো সপ্তাহজুড়ে। এছাড়া লাগাতার বৃষ্টির মাঝেও আগামী ৩ মে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম হবে।

এই মুহূর্তে যে তুলনায় বৃষ্টি হওয়ার কথা সে তুলনায় অনেক বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া মাত্রাতিরিক্ত বৃষ্টির সম্ভাবনাও আপাতত নেই। তবে থাকবে ঠাণ্ডা। এছাড়া ব্জ্রপাতের সম্ভাবনা রয়েছে। সবাইকে সাবধানে চলাফেরা করার কথা জানান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment