নবাবগঞ্জের মহিলা ভাইস চেয়ারম্যানের মহৎ উদ্যেগ

নবাবগঞ্জের মহিলা ভাইস চেয়ারম্যানের মহৎ উদ্যেগ

মাহবুবুর রহমান টিপু,বিশেষ প্রতিনিধি:
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কাশিমপুর কেন্দ্রীয কবরস্থানটি বিনা শর্তে আধুনিকায়ন সিমানা প্রাচীর ও ফটক নির্মান করলেন নবাবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মরিয়ম জালাল শিমু।এছাড়াও তিনি নবাবগঞ্জের অবহেলিত গ্রাম-গঞ্জে বিদ্যুৎ ব্যবস্থা ছড়িয়ে দেওয়া ও গরীব-অসহায় নারীদের একমাত্র আশ্রয়স্থল ভরসাই মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মরিয়ম।
নবাবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মরিয়ম জালাল শিমু নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন-সম্পাদক ও সুনামধন্য নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ মাধ্যমিক স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি জালাল উদ্দিনের সহধর্মিনী।
সরেজমিনে জানা যায়,উপজেলার কাশিমপুর কেন্দ্রীয কবরস্থানটির সোন্দর্য অবলোকন করতে গিয়ে স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায়, নবাবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মরিয়ম জালাল শিমু’র একান্ত চেষ্টায় উপজেলা পরিষদের বাৎসরিক এডিপির অর্থায়নে কাশিমপুর কেন্দ্রীয কবরস্থানটি আধুনিকায়ন করে সিমানা প্রাচীর ও ফটক নির্মান করেন।এছাড়াও তিনি নবাবগঞ্জের জয়কৃঞ্চপুর ইউনিয়নের অবহেলিত গ্রাম আশয়পুর,রায়পুর ও কেদারপুর গ্রামে বিদ্যুৎ ব্যবস্থা ছড়িয়ে দেওয়াসহ ও গরীব-অসহায় নারীদের একমাত্র আশ্রয়স্থল ভরসাই মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মরিয়ম।২০১৪ সালের ফেব্রয়ারীতে নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।এসময়ে তার অন্যতম প্রতিদ্বন্দিতাকারী বিএনপি’র নেত্রী ইয়াসমিন আক্তার প্রজাপতি প্রতিকের সাথে বিপুল ভোটে কলস প্রতিক নিয়ে অ্যাডভোকেট মরিয়ম জালাল শিমু জয়ী হন।তৎকালীন সময়ে দোহার-নবাবগঞ্জ উপজেলার(ঢাকা-১)আসনের এমপি ছিলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান যিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মরিয়ম জালাল শিমুর সাথে তার মোবাইল ফোনে যোগাযোগ করে তার ভবিষ্যত চিন্তা-ভাবনা কি জানতে চাইলে তিনি বিষয়টি পাশ কাটিয়ে বলেন,আমাদের দেশে এখনও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি।তাই আমার এলাকার জনসাধারনের জন্য আমি সবসময় তাদের পাশে থাকার চেষ্টায় আইন পেশায় সময় দিবো।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment