আফগানিস্তানে ভারতীয় সাত প্রকৌশলী অপহৃত

আফগানিস্তানে ভারতীয় সাত প্রকৌশলী অপহৃত

আফগানিস্তানের বাগলান প্রদেশের একটি পাওয়ার প্ল্যান্টে কাজ করা অবস্থায় ছয় প্রকৌশলীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। ভারত সরকার এই ঘটনা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, রবিবার সকালে তাদের অপহরণ করা হয়। আফগানিস্তানের বাগলান প্রদেশে একটি ইলেক্ট্রিক সাব স্টেশন তৈরির কাজ করছিল তারা।

বাগলান পুলিশের মুখপাত্র জাবিউল্লা সুজা জানান, ‘রবিবার সকালে একটি সরকারি পাওয়ার সাব স্টেশনে বাসে চেপে যাচ্ছিলেন ওই ভারতীয় প্রকৌশলীরা। পথে বাগ-এ-সামল নামে একটি গ্রামের কাছে কয়েকজন বন্দুকধারী বাস আটকায়। গাড়ির চালকসহ আটজন ভারতীয়কে সেখান থেকেই অপহরণ করা হয়।’

কাবুলে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারাও অপহরণের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। দূতাবাসের পক্ষ থেকে প্রকৌশলীদের মুক্ত করার সব রকম চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। এখনও কোনও সংগঠন অপহরণের দায় স্বীকার করেনি। মুক্তিপণ চেয়ে কোনও যোগাযোগও করেনি অপহরণকারীরা।

যদিও আফগান পুলিশের ইঙ্গিত, ঘটনার পিছনে রয়েছে তালেবান মদতপুষ্ট কোনও সংগঠন। প্রায় দেড়শো জন ভারতীয় প্রকৌশলী এবং প্রযুক্তিবিদ আফগানিস্থানের বিভিন্ন প্রান্তে কর্মরত।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment