দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে

এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের পাসের হার ৭৭ দশমিক ৬২ শতাংশ, যা গত বছরের তুলনায় কম। গত বছর পাসের হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ।রোববার দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৮৬ হাজার ৮৬০ পরীক্ষার্থী। মোট পাসের হার দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৬২ শতাংশ। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৭৫৫ শিক্ষার্থী।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আটটি জেলার দুই হাজার ৬১৪টি বিদ্যালয় থেকে ২৬০টি কেন্দ্রের মাধ্যমে এক লাখ ৮৬ হাজার ৮৬০ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯৫ হাজার ৮৩৬ ও ছাত্রী ৯১ হাজার ২৪ জন।

এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত এক লাখ ৬৪ হাজার ৬২, অনিয়মিত পরীক্ষার্থী ২২ হাজার ৪৭৩ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৩২৫ জন অংশ নেয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment