ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় এক মাদক ব্যবসায়ী ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনি। দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী ঝিনাইদহ চাকলাপাড়ার মৃত নবদীপ মন্ডলের ছেলে শ্রীবাস মন্ডল (৩৫)।
ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, সোমবার দুপুরে মাদক ব্যবসায়ী শ্রীবাস শৈলকুপার ভাটই বাজারে গাঁজা বিক্রি করছিলো, এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালিয়ে তাকে ১’শ ২০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাকে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করেন। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই আব্দুল আজিজ খান, জি.এম শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment