অনুশীলন ক্যাম্পে ডাক পেলেন জুবায়ের

অনুশীলন ক্যাম্পে ডাক পেলেন জুবায়ের

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য গতকাল ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল ঘোষণার আগে শোনা যাচ্ছিল এই ক্যাম্পে ডাক পেতে পারেন লেগস্পিনার জুবায়ের হোসেন লিখন। কিন্তু না। দলে তিনি জায়গা পাননি।

দলে জায়গা না পেলেও অনুশীলন ক্যাম্পে থাকবেন তিনি। স্কোয়াডে না, অনুশীলন ক্যাম্পের জন্য তাকে ডেকেছে বিসিবি। বুধবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘জুবায়ের হোসেন লিখন শুধু অনুশীলন করবে। নেটে লিগস্পিনারের প্রয়োজন আছে। কিন্তু আমাদের তো লেগস্পিনার নেই। তাই আমরা তাকে ডেকেছি।’

২০১৪ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জুবায়ের হোসেন লিখনের। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে এখন পর্যন্ত ছয়টি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি টেস্টে ১৬টি, ওয়ানডেতে চারটি ও টি-টোয়েন্টিতে ২টি উইকেট শিকার করেছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment