সাভারে দুর্ধর্ষ ডাকাতি, মালামাল লুটপাট

সাভারে দুর্ধর্ষ ডাকাতি, মালামাল লুটপাট
মোহাম্মদ আব্দুস সালাম (রুবেল)সাভার প্রতিনিধি:
 সাভার সদর ইউনিয়ন (মিটন-কৃষ্ণপুর) এলাকার আবুল হোসেন টুকু (৫০),পিতা:মৃত হাসেন আলী এর বাড়িতে গতকাল রাতে দুর্ধর্ষ ডাকাতি।
গত মঙ্গলবার গভীর রাত ৩টার পর ৬ সদস্যের  ডাকাত দল একটি পিস্তল সহ বিভিন্ন দেশিয় অস্ত্র হাতে ঘরে প্রবেশ করে লুটপাট চালায়। ১৬ ভরি স্বর্ণ,নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা,আটটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়া।
সাভার মডেল থানার উপপরিদর্শক আব্দুল্লাহ আল  মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment