জগন্নাথপুরে বাসে পাওয়া শিশু কন্যা “কুলসুমা” মা- বাবাকে কাছে পেয়েছে

জগন্নাথপুরে বাসে পাওয়া শিশু কন্যা "কুলসুমা" মা- বাবাকে কাছে পেয়েছে
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
জগন্নাথপুরে বাসে  পাওয়া অবিভাবকহীন শিশু কন্যা কুলসুমা বেগম (৮) কে  তার পরিবারের হাতে তুলে দিয়েছে থানা পুলিশ।
অভিভাবকহীন কুলসুমা বেগম (৮) নামক এই শিশুকে মিনিবাসে পেয়ে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর থানা পুলিশে সোপর্দ করেছিলেন বাস ম্যানেজার আবদুল কাদির। পরে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, থানার এএসআই শাহীন চৌধুরীর প্রচেষ্টায় ও” দৈনিক আগামীর সময়” সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পাশাপাশি  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচার- প্রচারনার মধ্য দিয়ে সবার সহযোগিতায় হারিয়ে যাওয়া শিশুটি তার পরিবারকে অবশেষে ফিরে পেয়েছে। বুধবার(৯ই মে)দিবাগত রাত সাড়ে ১২ ঘটিকার দিকে জগন্নাথপুর থানা পুলিশ বাসে খুঁড়িয়ে পাওয়া এই শিশুটিকে তার বাবা দুলাল মিয়া ও মা ফাতেমা বেগম এর কাছে হস্তান্তর করেছেন। হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেয়ে গনমাধ্যম সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দুলাল মিয়া ও ফাতেমা বেগম।  তারা বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী থানার মাথুয়াইল কবরস্থান এলাকায় বসবাস করছেন। যার ফলে  শিশুটির দেওয়া ঠিকানায় তার পিতা- মাতাকে  পেতে অনেক বেগ পেতে হয়েছে থানা পুলিশকে। এ সময় জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, এসআই সাইফুল আলম, এএসআই শাহীন চৌধুরী, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও  এনজিও সংস্থা কেয়ার বাংলাদেশ এর জগন্নাথপুর কর্মকর্তা শাহজাহান আহমদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিগত মঙ্গলবার(৮ই মে) দুপুর ১১ ঘটিকার দিকে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর বাস স্ট্যান্ড থেকে সিলেটের উদ্দেশ্যে একটি যাত্রীবাহী মিনিবাস ছেড়ে যায়। পথিমধ্যে স্থানীয় হবিবপুর গ্রাম এলাকার মাদ্রাসা পয়েন্ট থেকে কুলসুমা নামের ৮ বছরের এক কন্যা শিশু গাড়িতে উঠে। এ সময় গাড়ির হেলপার ভাড়া নিতে শিশুর কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে কোথায় যাবে। তখন শিশুটি কোন সদুত্তর দিতে না পারায় গাড়ি চালক, হেলপার ও গাড়িতে থাকা অন্যান্য যাত্রীদের সন্দেহ হলে শিশুটিকে ভবের বাজারস্থ বাস ম্যানেজার আবদুল কাদিরের কাছে রেখে যায়। পরে ম্যানেজার সহ স্থানীয় জনতা শিশুটিকে থানা পুলিশে হস্তান্তর করেছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment