‘মেসি-রোনালদোকে ছাড়া বিশ্বকাপে তাদের দলের সম্ভাবনা নেই’

'মেসি-রোনালদোকে ছাড়া বিশ্বকাপে তাদের দলের সম্ভাবনা নেই'

 

 

বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। বয়সটাও একেবারে কম হয়নি দুজনের। রোনালদোর ৩৩ ও মেসির ৩০। এ বছরের রাশিয়া বিশ্বকাপটিই হয়তো ক্যারিয়ারে তাদের শেষ। এবার তাদের যে কোন একজনের শিরোপা জয় করা হবে কিনা তা পরের ব্যাপার। তবে ‘স্পেশাল ওয়ান’ কোচ হোসে মরিনহো বলেছেন এরা দুজন থাকতে তাদের নিজ নিজ জাতীয় দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কোনভাবেই উড়িয়ে দেওয়া যাবে না।

বর্তমানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহো কোচিং করিয়েছেন রিয়াল মাদ্রিদকেও। সেখানে তার শিষ্য ছিলেন রোনালদো। আর প্রতিপক্ষ হিসেবে মেসির ওপর বিশেষ নজর তো ছিলই। তাই দুজনের সক্ষমতা সম্পর্কেই ভাল ধারণা আছে এই ৫৫ বছর বয়সীর।

পর্তুগালকে বিশ্বকাপে ফেভারিটদের কাতারে ধরা হয়না। তবে মরিনহোর মতে শুধু রোনালদোর উপস্থিতিই দলটিকে হিসাবের বাইরে রাখতে দেবে না, ‘পর্তুগালের দলটি বেশ কৌতূহলোদ্দীপক। ক্রিস্তিয়ানোকে (রোনালদো) ছাড়া এটা অসম্ভব। কিন্তু ও থাকলে কোনকিছুই অসম্ভব না।’

সমান পাঁচবারের ব্যালন ডি’অর পুরস্কার জেতা মেসি-রোনালদোকে নিয়ে মরিনহোর চিন্তাধারা একই রকম। তার মতে মেসিকে ছাড়া দলটি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, ‘আমি বিশ্বাস করি লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনার জাতীয় দল খুব একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। কিন্তু তাকে সহ দলটি অন্যতম ফেভারিট।’

সূত্র : ইএসপিএন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment