নীলফামারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নীলফামারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে দিন ব্যপি শিশু রোগীর অটিজমসহ ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ মে) সদরের কচুকাটা ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক সেন্টারে ওই মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সহধর্মীনী (স্ত্রী) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এ- অটিজম বিভাগের প্রকল্প পরিচালক অধ্যাপক শাহীন আখতারের নেতৃত্বে ওই ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, ডা. বিকাশ চন্দ্র পাল. ডা. গোপেশ রঞ্জন রায়, ডা. মাহাজুর আলম, ডা. রজত শুভ্র পাল, ডা. ধীমান কুমার রায়।
ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ক্যাম্পে দেড় সহ¯্রাধীক শিশু রোগীর অটিজমসহ বিভিন্ন রোগের চিকিৎসা এবং বিনা মূল্যে ওষুধ প্রদান করা হয়।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম জানান, প্রায় ১৮ বছর ধরে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সহযোগিতায় জেলা সদরের বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে ওই মেক্যিাল ক্যাম অনুষ্ঠিত হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন প্রমুখ।
এলাকার দেড় সহ¯্রাধীক শিশু রোগীকে চিকিৎসা পত্রসহ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। শুক্রবার (১১ মে) জেলা সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ কলেজ মাঠে ওই মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment