পটুয়াখালীর গলাচিপায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে ত্রিমুখী সংঘর্ষ ॥ পুলিশসহ আহত ১৩ ॥ ৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ॥

পটুয়াখালীর গলাচিপায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে ত্রিমুখী সংঘর্ষ ॥ পুলিশসহ আহত ১৩ ॥ ৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ॥
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে ১৭। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। আহতরা হলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদুল ইসলাম, এসআই মাহাবুবুর রহমান, এএসআই বিশ্বজিত, কনেস্টবল আসাদ ও মেহেনুমা, আওয়ামীলীগ কর্মী মাইনুল ইসলাম রনো, মিল্টন, নোমান, সেলিনা, ইমতিয়াজ, মারুফ, মিলন, সুহাদ। এঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের না হলেও রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৪জন অভিভাবক সদস্য নির্বাচনে এক প্রার্থীর সমর্থক হয়ে আওয়ামীলীগ নেতা শাহিন শাহ ভোট কেন্দ্রে অবস্থান করলে অন্য প্রার্থীর সমর্থকরা আপত্তি তোলে। পুলিশ তাকে কেন্দ্রের বাইরে যেতে বললে তিনি আপর দুই প্রার্থী কেন্দ্রের অবস্থান করা নিয়ে আপত্তি তুলে পুলিশের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদুল ইসলাম সাংবাদিকদের জানান,  পরিস্থিতি শিকার হয়ে পুলিশ আওয়ামী লীগ নেতা শাহিন শাহকে আটক করে। এসময় পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে ৫পুলিশ সদস্য আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে সাত রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিসাইডিং অফিসার গোলাম মোস্তফা জানান, নির্বাচনে ৭জন প্রাথী অংশ গ্রহন করেছে। দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহনের পরিবেশ ছিল স্বাভাবিক। ভোটগ্রহন কেন্দ্রের অভ্যন্তরে পরিবেশ শান্ত ছিল। ভোটারর নির্বিঘেœ ভোট দিচ্ছিল। হঠাৎ বাইরে গন্ডগোল শুরু হয়। কেন্দ্রের বাইরে গন্ডগোল হলেও ভোট গ্রহন বন্ধ করা হয়নি।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাবিবুর রহমান জানান, বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলছিল।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment