যে কারণে বিশ্বকাপে নিষিদ্ধ আর্জেন্টিনার ‘তিন হাজার’ সমর্থক

যে কারণে বিশ্বকাপে নিষিদ্ধ আর্জেন্টিনার ‘তিন হাজার’ সমর্থক

রাশিয়ার টিকেট পাচ্ছেন না আর্জেন্টাইন সমর্থকদের উল্লেখযোগ্য অংশ। তবে স্বস্তির খবর হচ্ছে, ‘বারা ব্রাভা’ নামের আর্জেন্টাইন সমর্থক গোষ্ঠীর সদস্যরা বাদে বাকি সবাই যেতে পারবে রাশিয়ায়।

ফুটবল মাঠে সমর্থক হিসেবে বারা ব্রাভাদের কুখ্যাতিটা বরাবরই বেশি। প্রায় প্রতিটি বিশ্বকাপে বারা ব্রাভাদের নিয়ে কথা শুনতে হয় আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে (এএফএ)। এ কারণে রাশিয়া বিশ্বকাপে তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় দেশটির ফুটবল ফেডারেশন। মাঠে ঢুকতে দেওয়া ছাড়াও এদের রাশিয়ায় যাওয়া ঠেকাতে চায় তারা।

এই সমর্থকগোষ্ঠীকে ঠেকানোর জন্য রুশ কর্মকর্তাদের সঙ্গে ইতোমধ্যেই খসড়া চুক্তি করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। অল্প কিছুদিনের মধ্যে দুই দেশের সরকার আনুষ্ঠানিকভাবে চুক্তি করবে বলে জানিয়েছেন এএফএর নিরাপত্তা বিভাগের পরিচালক গিয়ের্মো মাদেরো। তিনি গণমাধ্যমকে জানান, বারা ব্রাভাদের রাশিয়ায় যাওয়া আটকাতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment