মুক্তামনির পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা

 

বিরল রোগে ভুগে মারা যাওয়া সাতক্ষীরার মুক্তামনির পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার মুক্তামনির পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষে সমবেদনা জানিয়ে এ আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। http://brandbazaarbd.com/product-category/air-conditioner-air-cooler/carrier-air-conditioner/portable-carrier-air-conditioner/

সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এ সময় বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামনির চিকিৎসার দায়ভার গ্রহণ করেছিলেন। তাই তার মৃত্যুর পর বাকি কাজটুকু প্রধানমন্ত্রীর পক্ষে করা হচ্ছে। কবর পাকাকরণ, টাইলস সামগ্রী ক্রয় এবং মিলাদ মাহফিলের জন্য তার বাবা ইব্রাহিম হোসেনের কাছে কিছু টাকা দেওয়া হয়েছে।

বুধবার সকালে রক্তনালিতে টিউমার আক্রান্ত সাতক্ষীরার বহুল আলোচিত মুক্তামনি তার নিজ বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামে মারা যায়। মৃত্যুর আগ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment