জমইয়াতে হিযবুল্লাহ ঢাকা দক্ষিণ জোনের ইফতার মাহফিলে ——-পীর সাহেব ছারছীনা দরবার শরীফ 

গতকাল ২৫ মে ৮ রমজান বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ঢাকা দাক্ষিণ জোনের আয়োজনে ঢাকা কেরানীগঞ্জ খানকায়ে ছালেহীয়া খেজুরবাগে
 এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে আলোচনা করেন – মাওলানা রুহুল আমিন আফসারী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – উপস্থিত ছিলেন ঢাকা ইউনাইটেড জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি ও  সাবেক জেলা ও দায়রা জজ আলহাজ্ব ইসমাইল হোসেন মিয়া,মাওঃ আলি আকবর সাহেব,অতিঃ নাজেমে আলা বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ কেন্দ্রীয় কমিটি।
এছাড়া এলাকার  গন্য মান্য ব্যাক্তিবর্গ ও ধর্ম প্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন। http://brandbazaarbd.com/product-category/air-conditioner-air-cooler/carrier-air-conditioner/portable-carrier-air-conditioner/

 

বিকাল -৪ টায় কুরআন তেলাওয়াত, হা’মদ ও না’তের মাধ্যমে শুরু হয়ে রাত -৮ টায় আখেরী মুনাজাত অনুষ্ঠিত হয়।
পীর সাহেব হুজুর তাঁর আলোচনায় রোযার গুরুত্ব নিয়ে আলোচনা করেন,এবং মুসলিম জীবনে আমাদের করণীয় বিষয়ে নছিহত পেশ করেন। পীর সাহেব হুজুর আলোচনায় বলেন – রমজান মাস গুনাহ মাফের মাস। এ মাসের গুরুত্ব দেয়া, রোযা রাখা, ২০ রাকয়াত তারাবীহ নামাজ আদায় করা।
পরিশেষে, মিলাদ – কিয়াম, দোয়া মুনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্ত করা হয়।
ইফতার মাহফিলে আগত মুসল্লীদেরকে ইফতার করানো হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment