ভোলার লালমোহন সেটেলম্যান্টে আতংকে অফিস করছেন কর্মকর্তারা

মাছুম বিল্লাহ. ভোলা জেলা প্রতিনিধি॥
ভোলার লালমোহন সেটেলম্যান্ট অফিসে ঝুঁকিপূর্ণ ভবনের ছাদে তলায়
অফিস করতে কর্মকর্তারা। প্রতিদিন শত শত জমির মালিকদের
পদচারণায় এই ভবনে বড় ধরণের দুর্ঘটনার আশংকা রয়েছে। সোমবার
অফিস চলাকালে ছাদের পলেস্তরা খসে পড়ে সহকারী সেটেলম্যান্ট
কর্মকর্তার অফিসের টেবিলের গ্লাস ভেঙ্গে গেছে। এসময় সহকারী
সেটেলম্যান্ট অফিসার কৃষ্ণ কমল দাস অফিস করছিলেন। এর আগেও
একাধিক অফিসার অফিস ও আবাসিক বাসায় থাকাকালে ভবনের ছাদের
পলেস্তরা, ইট সুরকী খসে পড়ে দুর্ঘটনা ঘটেছে এই অফিসে।
জানা গেছে, লালমোহন উপজেলার কয়েকটি আবাসিক ভবন ও
সেটেলম্যান্ট অফিসটি দীর্ঘ কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায়
রয়েছে। এ অবস্থায় অফিসারদের অফিস করতে ঝুঁকির মধ্যে থাকতে
হচ্ছে। পাশাপাশি জনসাধারণও অফিসে আসলে আতংকে থাকেন।

উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি জানান,
সেটেলম্যান্ট অফিসের ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করার জন্য আমি
লিখবো। অন্যগুলো সংষ্কারের জন্য আগের ইউএনও ব্যবস্থা করে গেছেন।
সেগুলো দ্রুত সংষ্কারের ব্যবস্থা করা হবে।

মাছুম বিল্লাহ.

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment