কচুয়ায় ক্রেতার গায়ে গরম তেল ছুড়ে ঝলসে দিলেন বিক্রেতা

 

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়ার শুয়ারুল গ্রামে শুক্রবার ইফতারের আগ মহূর্তে
তাড়াহুড়া করে ইফতার সামগ্রী চাওয়ায় এক ক্রেতার হাত ও শরীর
কড়ইয়ার গরম তৈল দিয়ে জ্বলসে দিয়েছে পাষন্ড দোকানদার শহীদুল
ইসলাম।
এতে ক্রেতা মো. তোফাজ্জ্বল হোসেনের (৩৭) ডান হাত ও শরীরের
বিভিন্ন স্থানে ফুটে ও জ্বলসে গেছে। তাকে তাৎক্ষনিক মুমুর্ষ
অবস্থায় উদ্ধার করে সাচার বাজারস্থ রেঁনেসা হাসপাতালে
প্রাথমিক চিকিৎসা শেষে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ধেসঢ়;্র
ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার ইফতারের পূর্বে উপজেলার শুয়ারুল মোড়ে
একই গ্রামের রেনু মিয়ার ছেলে শহীদুল ইসলামের দোকানে ইফতার
ক্রয় করতে আসেন যুবক তোফাজ্জ্বল হোসেন। এ সময় তোফাজ্জ্বল
হোসেন দোকানদার শহীদুল ইসলামকে তাড়াহুড়া করে ইফতার দেয়ার
কথা বললে দোকানদার শহীদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে যায়। এক পর্যায়ে
উত্তেজিত হয়ে ক্রেতা তোফাজ্জ্বল হোসেনের শরীরে গরম তৈল নিক্ষেপ
করে। ঘটনার পর উশখৃংখল দোকানদার শহীদুল ইসলাম এলাকা ছেড়ে
গাঁ ডাকা দিয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
এ ব্যাপারে কচুয়ার সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই)
মো. সাদেকুর রহমান জানান, যুবককে তৈলে জ্বলশে দেয়ার
বিষয়টি ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছেন। তাদের থানায় আইনগত
সহায়তা নেয়ার পরামর্শ দিয়েছি।
কচুয়া: গরম তৈলে জ্বলশে যাওয়া যুবক তোফাজ্জ¦ল হোসেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment