শরণখোলায় একটি সড়কের ২৫ হাজার ইট গোপনে বিক্রির অভিযোগ মেম্বরদের বিরুদ্ধে

 

আবু-হানিফ,বাগেরহাট থেকে ঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের কার্পেটিংয়ে
উন্নীত হওয়া একটি সড়কের প্রায় ২৫ হাজার পুরনো ইট গোপনে বিক্রির
অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট ইউনিয়নের পাঁচ মেম্বর মিলে সড়কের ওই
ইট তুলে ভাগবাটোয়ার করে বিক্রি করেছেন। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে
ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার বাদি হয়ে
জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উপজেলা প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থ
বছরে এলজিইডি’র দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ক্ষুদ্র চাষীদের জন্য সহায়ক প্রকল্পের
আওতায় সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ি বালিকা বিদ্যালয় থেকে
সোনাতলা অভিমুখে এক কিলোমিটার ইটের সড়র কার্পেটিংয়ে উন্নীত
হয়। এলজিইডির নিয়ম অনুযায়ী প্রাক্কলনের সময় সড়কে থাকা পূর্বের ইট
স্যালভেস (পরিত্যাক্ত) হিসেবে প্রকল্পের সাথে যুক্ত করার কথা। মাস দুই আগে
ওই সড়কে কাজ শুরু হলেও পুরনো ইট প্রকল্পের সাথে যুক্ত না হওয়ায় তা ব্যবহার
করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদার।
লিখিত অভিযোগে জানা যায়, সংশ্লিষ্ট চেয়ারম্যান সড়কের সমস্ত ইট
ইউনিয়ন পরিষদের অনুকুলে নিয়ে নেন। পরবর্তীতে চেয়ারম্যান ওই ইট
এলাকার অন্যান্য সড়ক মেরামতের জন্য ইউপি সদস্য আরিফুন্নাহার ডলি,
নজরুল ইসলাম খান, ওবায়দুর রহমান, খলিলুর রহমান মীর ও ডালিম হাওলাদারকে
ভাগ করে দেন। কিন্তু ইউপি সদস্যরা সড়ক মেরামত না করে প্রতি হাজার ইট
ছয় হাজার টাকা দরে বিক্রি করে দেন।
স্থানীয় বাসিন্দা মোসলেম ব্যাপারী, আসাদুজ্জামান বাচ্ছু, রিয়াদুল
হাওলাদারসহ অনেকেই অভিযোগ করে জানান, মেম্বরদের কাছ থেকে তাদের
গ্রামের আব্দুল হক হাওলাদার দুই হাজার, নুরুল হক হাওলাদার দুই হাজার,
মাস্টার সাইদুর রহমান সাড়ে তিন হাজার ইট কিনেছেন। এভাবে মেম্বরদের
কাছ থেকে অনেকেই ইট কিনেছেন। এখনো কিছু ইট বিক্রির জন্য
মেম্বরদের হেফাজতে রয়েছে বলে তারা জানান।
সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন জানান,
কিছু ইট দিয়ে এলাকার বিভিন্ন সড়ক মেরামত করা হয়েছে এবং কিছু
দিয়ে খোয়া বানানো হয়েছে। বাকি ইট বিক্রি করে লেবার খরচ মেটানো
হয়েছে।

শরণখোলা উপজেলা প্রকৌশলী চন্দন চক্রবর্তী প্রাক্কলনের সময় তিনি
শরণখোলায় যোগদান করেননি দাবি করে জানান, সরকারি ইট বিক্রির
কোনো সুযোগ নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস
জানান, বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া
হবে। ##

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment