পুরুষ ক্রেতার তুলনায় নারীদের ভীড় লক্ষ্যনীয় সান্তাহারে জমে উঠেছে ঈদের কেনাকাটা ॥ ব্যাস্ত সময় পার করছেন দোকানীরা

স্টাফ রিপোর্টার ঃ পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে বগুড়ার সান্তাহারের মার্কেট গুলোতে
জমে উঠতে শুরু করেছে কেনা কাটা। রমজানের শুরুর দিকে শহরের বিপণী বিতান গুলোতে
তেমটা কেনা কাটা শুরু না হলেও যতই ঘনিয়ে আসছে ঈদের দিনক্ষন ততই জমতে শুরু
করেছে মার্কেটে কেনা কাটার ধুম। তবে এবার মার্কেট গুলো যেন নারী ক্রেতাদের দখলে।
এবছর রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় ব্যবসা ভালো হবে বলে আশা করছেন
ব্যবসায়ীরা। রোজার মাস শুরুর সঙ্গে সঙ্গে নতুন রূপে সাজতে শুরু করেছে সান্তাহার
পৌর শহরের মার্কেট গুলো। আবার অনেক মার্কেটে করা হয়েছে নানা রং বেরংয়ের মনকারা
আলোকসজ্জা। আলো ঝলমল বিপণী বিতান গুলোর কারণে রাতের সান্তাহারে যোগ হয়েছে
সৌন্দর্যের বাড়তি মাত্রা। ব্যবসায়ীরা বলছেন, ক্রেতারা এখন আগের মতো অবস্থানে নেই।
তারা ঈদের জন্য অপেক্ষা করেন না। ঝক্কি ঝামেলা এড়াতে ঈদের শপিং আগেভাগে সেরে
ফেলতে চান। ইতিমধ্যে বাজারে আসতে শুরু করেছে শিশু নারীপুরুষ ক্রেতারা। বিশেষ করে
থান কাপড়ের দোকানে টু-পিস, থ্রি-পিস কেনার ধুম পড়েছে। এরই মধ্যে চরম ব্যস্ত হয়ে
পড়েছেন দর্জিপাড়ার কারিগররা। ঘরে ঘরে ব্লক-বুটিক ব্যবসা থেকে শুরু করে সবখানে
লেগেছে ঈদের আমেজ। ভ্রাম্যমাণ ব্যবসায়ীরাও বসে নেই। কাপড়সহ নানা পণ্য নিয়ে
পাড়া-মহল্লা চষে বেড়াতে শুরু করেছেন। সান্তাহার পৌর শহরের সোনার বাংলা মার্কেট,
আয়েজ প্লাজা, উপহার টাওয়ার, সজল ম্যানসন, জোবেদা প্লাজা, খন্দকার মার্কেট, দাস
ম্যানশন, মিয়াজান মার্কেট, রেলওয়ে সুপার মার্কেটসহ বেশ কয়েকটি মার্কেট ঘুরে
দেখা গেছে ঈদ সামনে রেখে পুরুষ ক্রেতার তুলনায় উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু
ক্রেতার ভীড় লক্ষ্যনীয়। আদমদীঘি থেকে কেনা কাটা করতে আসা আব্দুল মোত্তালিব মতি
বলেন, হাতের নাগালে জিনিসের মূল্য ও ঝামেলাহীন কেনাকাটার জন্য মূলত সান্তাহারে
আসা। মেইন রোডে টুটুল কাট পিস হাউজের স্বত্বাধিকারী আবু মূসা হক দৈনিক
চাঁদনী বাজারকে জানায়, প্রতি বছরের ন্যায় এ বছরও একই ভাবে বেচাকেনা শুরু হয়েছে।
তবে শবে-বরাতের পর থেকে আমাদের মূল বেচা-বিক্রি শুরু হয়। সান্তাহার পৌর শহরের
পাশাপাশি আদমদীঘি সদর, মুরইল, নসরততপুর, ছাতিয়ানগ্রম, চাঁপাপুর বাজারসহ
বিভিন্ন এলাকায় গড়ে উঠা বড় ছোট মার্কেটে ক্রেতা সাধারনদের আনাগোনা লক্ষ্য করা
যায়। #
বিকাশ চন্দ্র প্রাং
নওগাঁ

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment