ঈদের বাজার করা হলো না রানীনগরের আজাহারের॥ প্রবাসী ছেলের পাঠানো টাকা পকেটমারের পকেটে!

 

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ নওগাঁর রাণীনগরে ছেলের বিদেশ থেকে পাঠানো ঈদের
বাজার করার জন্য প্রায় ২৭হাজার টাকা আজাহার মন্ডলের পকেট কেটে নিয়ে গেছে
পকেটমাররা। আজাহার মন্ডল উপজেলার কাশিপুর ইউনিয়নের সর্বরামপুর গ্রামের মৃত
তমিজ উদ্দিনের ছেলে। ঈদের বাজার করার টাকা পকেট কাটা যাওয়ায় তিনি এখন
হতাশ।
আজাহার মন্ডল জানান, পরিবারের জন্য আসন্ন ঈদের খরচ বাবদ ব্যাংকের মাধ্যমে ছেলে
বিদেশ থেকে টাকা পাঠায়। বৃহস্পতিবার দুপুরে রাণীনগর বাজারের বিজয়ের মোড়ের
সোনালী ব্যাংক থেকে বিদেশ থেকে ছেলের পাঠানো প্রায় ২৭ হাজার টাকা
উত্তোলন করে বাড়ি ফিরছিলেন তিনি। ব্যাংক থেকে বের হয়ে অটোচার্জার করে

ঊ:॥অখখ উঝই ২০১৭॥অখখ উঝই ২০১৮॥চজঊঝঝ জঊখঊএঊ॥চজঊঊঝ-জঊখঊএ-২০১৭.ফড়প – ২ –
উপজেলা বাসস্টান্ডে যাবার সময় চার্জারে থাকা অপর দুইজন যাত্রীবেশী পকেটমার
কৌশলে আজাহার মন্ডলের পকেট থেকে টাকা নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনায় আজাহার মন্ডল বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ পকেটমারদের
খুজে বের করার চেষ্টা করছে বলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম
সিদ্দিকুর রহমান জানান।#

রাণীনগরে শিক্ষা অফিসে চুরি ॥ জনমনে আতঙ্ক

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ বুধবার দিনগত রাতে নওগাঁর রাণীনগরে উপজেলা
প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের বেশ কটি ঘরের তালা ও জানালার গ্রিল
ভেঙ্গে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা অফিসে রাখা প্রায় ৬০ হাজার
টাকা চুরি করে নিয়ে গেছে।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার
অফিস খোলার সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা দেখতে পান আমার কক্ষের, পাশের অফিস কক্ষের ও
ষ্টাফ কক্ষের দরজার তালা ভাঙ্গা এবং অফিস কক্ষের জানালার গ্রিল ভাঙ্গা অবস্থায় রয়েছে।
পরে জানা যায়, আমার কক্ষের টেবিলের সেলফে রাখা ৩০হাজার টাকা এবং ভিক্ষুক
পূর্নাবাসন প্রকল্পের জন্য সরকারকে দেয়ার লক্ষে উপজেলার সকল শিক্ষকদের বেতন থেকে
একদিনের কেটে রাখা প্রায় ২৭হাজার টাকা চোরেরা চুরি করে নিয়ে গেছে। টাকা
ছাড়া অফিসের আর কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান এই কর্মকর্তা। তিনি আরও
জানার এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে। এই
ঘটনায় উপজেলার মধ্যে অবস্থানরত অন্যান্য অফিস কর্মকর্তাদের মাঝে এক অজানা
আতঙ্ক বিরাজ করছে। #

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment