সিঁদ কেটে গাভীসহ ১৩ টি গরু চুরি॥ চরম আতংক

নওগাঁর মহাদেবপুরের ৪ গ্রামের কৃষকদের
গোয়াল ঘড়ে সিঁদ কেটে গাভীসহ
১৩ টি গরু চুরি॥ চরম আতংক

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ গরু চোর আতংকের মধ্যেদিয়ে রাত কাটছে নওগাঁর
মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের কৃষকদের। মাত্র ১২ দিনের ব্যবধানে ওই
ইউনিয়নের ৪ গ্রামের কৃষকদের গোয়াল ঘরে সিঁদ কেটে গাভী ও বাছুরসহ ১৩ টি
গরু চুরি হয়েছে। সর্বশেষ ২ টি গাভী বুধবার রাতে চুরি করে নিয়ে যায় চোরের
দল। এসময় গাভীর একটি বাছুরকে মাঠের মধ্যেনিয়ে গিয়ে অমানবিকভাবে ছুরি
দিয়ে পেটচিরে ফেলে রেখে যাওয়ার মত জঘন্য ও নৃশংসতম ঘটনাও ঘটিয়েছে চোরেরা।
একের পর এক গরু চুরির ঘটনায় গরু চোরকে ধরে দিতে নগদ ২০ হাজার টাকা

ঊ:॥অখখ উঝই ২০১৭॥অখখ উঝই ২০১৮॥চজঊঝঝ জঊখঊএঊ॥চজঊঊঝ-জঊখঊএ-২০১৭.ফড়প – ৩ –
পুরস্কার ঘোষনাসহ ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে রাতে পালাক্রমে ডিউটি
করার জন্য মাইকিং করে ঘোষনা দেয়া হয়েছে স্থানিয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে।
স্থানিয় সুত্র জানায়, সর্বশেষ গরু চুরির ঘটনাটি ঘছেছে বুধবার দিনগত রাতে
চেরাগপুর ইউনিয়নের বরাইল গ্রামে। বরাইল গ্রামের কৃষক ও রাজমিস্ত্রি ইসলাম
ওরফে এনাম (৪২) প্রতিদিনের মত বূধবার রাতে তার দুটি গাভী ও একটি বাছুরকে
গোয়াল ঘড়ে রেখে খাবার খেয়ে শুয়ে পড়েন। সেহরী খাওয়ার সময় ঘুম থেকে উঠে
দেখেন তার গোয়াল ঘড়ে গরু নেই। রাতেই অনেক খোঁজাখুঁজি করেও তিনি গরু
পাননি। তবে বৃহস্পতিবার মাঠে তার গাভীর বাছুরকে ছুরি দিয়ে পেটচিরে মাঠে
ফেলে যাওয়া অবস্থায় দেখতে পান লোকজন। অমানবিকভাবে ছুরি দিয়ে পেটচিরে
বাছুরকে ফেলে রেখে দুটি গাভী চুরি করে নিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন
ওই পরিবারের লোকজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চেরাগপুর ইউনিয়নের চেয়ারম্যান শিবনাথ মিশ্র
প্রতিবেদককে জানান, হঠাৎ করেই গরু চোরের উপদ্রপ ব্যাপকহারে বেড়ে গেছে।
তাই ঘটনাটি থানা প্রশাসনকে জানিয়ে চুরি রোধে ইউনিয়নের প্রতিটি
গ্রামে গ্রামে রাতে পালাক্রমে নাইট ডিউটি করার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া
মাইকিংও করা হচ্ছে। সেইসঙ্গে গরু চোরকে ধরে দেয়ার জন্য নগদ ২০ হাজার টাকা
পুরস্কারও ঘোষনা করা হয়েছে । বর্তমানে চেরাগপুর ইউনিয়নবাসী গরু চোর
আতংকে ভুগছে।#
বিকাশ চন্দ্র প্রাং
নওগাঁ

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment