গাইবান্ধায় ব্র্যাক ইউডিপির এনজিও পার্টনার্স সমন্বয় সভা অনুষ্ঠিত

 

ফরহাদ আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা পৌর এলাকার ডেভিড
কোম্পানি পাড়া এলাকায় কর্মীরহাত হাসপাতাল মিলনায়তনে ব্র্যাক আরবান
ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউডিপি) আয়োজনে সোমবার (১১ জুন) দুপুরে
ত্রৈমাসিক এনজিও পার্টনার্স সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন কর্মীরহাত হাসপাতালের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা প্রেস
ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু।
সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন নাহিদ ফাউ-েশনের উপদেষ্টা রকিবুল হক
চৌধুরী, কর্মীরহাত হাসপাতালের চিকিৎসক মো. ফজলুর রহমান, সন্ধানী ডোনার
ক্লাবের কার্যকরী উপদেষ্টা আইয়ুব হাসান সুমন, ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট
প্রোগ্রামের ফিল্ড কো-অর্ডিনেটর আরসাদ আনিছুর রহমান, ইউডিপির
টাবুপাড়া-মাঝিপাড়া সিডিওর সভাপতি মো. আব্দুর রশিদ, সবুজপাড়া সিডিওর
সভাপতি উম্মে খায়ের, রেলকলোনীর সভাপতি পাপড়ি বেগম, দক্ষিণ বানিয়ারজানের
সভাপতি মোছা. নাজমিন, ব্রীজরোডের সভাপতি রেশমা বেগম ও পশ্চিম গোবিন্দপুর
সিডিওর সভাপতি সুমন মিয়া প্রমুখ।
সমন্বয় সভায় ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রম
সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট
প্রোগ্রাম সিডিও কমিটি, কর্মীরহাত হাসপাতাল ও সাংবাদিকসহ ব্র্যাকের
বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য : নগরে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আত্মকর্মস্থান
বৃদ্ধির লক্ষ্যে ২০১৬ সাল থেকে কাজ করছে ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম।

ফরহাদ আকন্দ

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment