জগন্নাথপুরে শালিশে বৈঠকের মাধ্যমে দুই পক্ষের বিরোধ মিমাংশা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নে কামড়াখাই গ্রামের বর্তমান মেম্বার মাহমুদ মিয়া ও একই গ্রামের রমজান আলীর মধ্যে বিরোধ গতকাল শনিবার স্থানীয় মাদ্রাসায় দিনব্যাপি শালিশ বৈঠকের মাধ্যমে বিরোধ মিমাংশা হয়েছে। জানা যায়, কামড়াখাই গ্রামের সুজাত মিয়ার ছেলে বর্তমান মাহমুদমিয়া ও একই গ্রামের আব্দুল ওয়াহাব মিয়ার ছেলে রমজান আলীর মধ্যে
র্দীঘ ৬বছর ধরে বিরোধ চলে আসছে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি,সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন এর উদ্যোগে স্থানীয় জয়নগর গ্রামের বাসিন্দা মো.আব্দুল ওয়াহিদ ও আলমপুরগ্রামের বাসিন্দা মো.মনজু মিয়া,দিদার আহমদ সুমন,সাংবাদিক গোলাম সারোয়ারের মধ্যস্থতায় শনিবার দিনব্যাপি বৈঠকে উভয় পক্ষের জবানবন্দি শুনে শালিশি ব্যাক্তিগন বিরোধ মিমাংশা করেন। শালিশি বৈঠকে সভাপতিত্ব করেন খামড়াখাই গ্রামের বিশিষ্ট মুরুব্বিমো.আব্দুল জলিল।বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পূর্ব ভাকৈর গ্রামের সাবেক চেয়ারম্যান মেহের আলী,ইনাতগঞ্জ ইউনিয়নেরসাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ জিহাদী,বিশিষ্ট বিচারক কনা মিয়া মাস্টার, সাদেক আলী মাজু,মো.শফিক মিয়া,সাবেক মেম্বার আব্দুল কালাম,খালিছ

মিয়া সহ স্থানীয় বিচারকগন। বৈঠকে উপস্থিত ছিলেন পল্লি বিদুৎ সমিতির কন্টাকদার হেলাল আহমদ,মাহমুদ মিয়ার ভাই মনর মিয়া,বাবুল মিয়া,সাংবাদিক জুয়েল আহমদ সহ অত্র অঞ্চলের সকল শ্রেণী পেশার মানুষ।এ ব্যাপারে বর্তমান মেম্বার মাহমুদ মিয়া বলেন,শালিশি বৈঠকের সকল বিচারকদের ধন্যবাদ জানাই। এত কষ্ট করে আমাদের উভয় পক্ষের মধ্যে থাকা বিরোধ মিমাংসা করেছেন।আমরা তাহাদের কাছে কৃতজ্ঞ।আমি এ বিচারে খুশি। এ ব্যাপারে রমজান আলী বলেন,ধন্যবাদ জানাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেনকে উনার চেষ্টায় আমাদের বিরোধ মিমাংসা হয়েছে।পাশাপাশি মধ্যস্থতাকারী ব্যক্তিদের যাহারা আমাদের সহযোগিতা করছেন।আমি এ বিচারে সন্তুষ্টি প্রকাশ করছি। স্থানীয়রা উপজেলা আওয়ামীলীগ সভাপতি সহ বিচারকাজে নিয়োজিত সকল বিচারক ব্যক্তিসহ গ্রামবাসীদের সকলের সহযোগিতায় দীর্ঘ দিনের বিরোধ মিমাংসা জন্য বৈঠকের মাধ্যমে আপোষ মিমাংসা করার উদ্যোগ গ্রহন করে এলাকায় ফের সম্ভাব্য সংঘর্ষ নিরসনে শান্তিপূর্ণভাবে বিশেষ ভূমিকা পালন করায় সংশিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।##

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment