সাভারে ফেসবুকে যুবলীগ নেতার নামে  মিথ্যা অপপ্রচার

মোহাম্মদ আব্দুস সালাম(রুবল)
ঢাকা সাভারে একটি ফেসবুক আইডি থেকে সাভার পৌর যুবলীগ নেতা রিদওয়ান মোল্লার বিরুদ্ধে নানা অপপ্রচার ও কটুক্তি করায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।শনিবার  বিকেলে ৩০ জুন সাভার মডেল থানায় অপপ্রচারের প্রতিকার চেয়ে একটি সাধারণ ডায়েরী করা হয় (জিডি নং ১৫৮৮)।জিডির অনুলিপি হতে জানা যায়- ২৯ই জুন ২০১৮ইং তারিখ রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিদওয়ান মোল্লাকে হেয়প্রতিপন্ন করার জন্য ‘সাভারের বাস্তব চিত্র’ নামের ফেসবুক একটি আইডি খুলে তার বিরুদ্ধে নাজেহালমূলক কথা-বার্তা প্রচার করা হচ্ছে।এ বিষয়ে রিদওয়ান মোল্লা বলেন- ‘সাভারের বাস্তব চিত্র’ নামের ফেইচবুক আইডি খুলে একটি চক্র উদ্দেশ্য প্রণোদিত আমার মানহানি কর কথাবার্তা লিখে প্রচারণা চালাচ্ছে। আমি  আইনী প্রতিকার চেয়ে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। প্রয়োজনে তথ্য ও প্রযুক্তি  আইনের সহায়তা নেব।
 সাভার মডেল থানার উপ-পরিদর্শক অপূর্ব দাশ বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন কর হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment