নেইমারের ‘অভিনয়’ নিয়ে যা বললেন ম্যারাডোনা

নেইমারের 'অভিনয়' নিয়ে যা বললেন ম্যারাডোনা

রাশিয়া বিশ্বকাপে নেইমার বেশ সমালোচিত এক নাম। গ্রুপ পর্বের ম্যাচে ঠিকমত নিজের পারফর্ম দেখাতে পারেননি। অন্যদিকে ইচ্ছাকৃতভাবে পড়ে গিয়ে ট্যাকলের শিকার হওয়ার অভিনয় করার জন্য তাকে নিয়ে বেশ কথা হয়েছে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে দারুণ খেলেছেন নেইমার। কিন্তু তার পারফর্ম ছাড়িয়ে আলোচনায় তার অভিনয় নিয়ে।

এ নিয়ে বিশ্ব ফুটবলের কিংবদন্তি এবং আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী সাবেক তারকা ম্যারাডোনা কথা বলেছেন। তিনি মনে করেন, নেইমার অবশ্যই ভালো খেলোয়াড়। কিন্তু মাঠে সামান্য কিছু সুবিধা নেওয়ার জন্য তার অজুহাত দাঁড় করানো উচিত নয়। মেক্সিকোর বিপক্ষে নেইমার দারুণ খেলেছেন। দল তার ওপর নির্ভর করতে শুরু করেছে। আর তাই তার ড্রাইভ দেওয়া দলের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।

ম্যারাডোনা বলেন, ‘নেইমার একজন তারকা খেলোয়াড়। তার মধ্যে এখনো সামান্য কিছু ঘাটতি আছে। তবে সে অবশ্যই একজন তারকা। তার মনে রাখতে হতো যে, ড্রাইভ দিলেও হলুদ কার্ড দেখতে হয়। এছাড়া ভিএআর আছে এখন। তার মাথার ওপর একটি হলুদ কার্ড ঝুলছে। কোস্টারিকার বিপক্ষে সে হলুদ কার্ড দেখেছে। এটা নিয়ে তার সামান্য হলেও চিন্তিত হওয়া উচিত ছিল।’

তবে আয়ারল্যান্ড কোচ মার্টিন ও’নেইল মনে করেন, নেইমারের সঙ্গে যা হয়েছে তা সত্যিই দুঃখজনক। সত্যি করে বললে নেইমারের পায়ে পা দেওয়াটা দেখা ছিল কষ্টের ব্যাপার। নেইমার যেভাবে ব্যাথা পাওয়ার ভান করে ছটফট করেছে ব্যাথাটা অত গুরুতর ছিল না এটা বলতেই হবে। তবে মেক্সিকান ফুটবলার যা করেছে তাতে তার লাল কার্ড প্রাপ্য ছিল।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment