‘নেইমারের ড্রিবলিং করা কি পাপ?’

'নেইমারের ড্রিবলিং করা কি পাপ?'

মেক্সিকোর বিপক্ষে দারুণ গোল করেছেন নেইমার। এছাড়া ভালো এক গোলে সহায়তা দিয়েছেন এই পিএসজি তারকা। তারপরও নেইমারে পিছু ছাড়ছে না সমালোচনা। মেক্সিকোর বিপক্ষে তিনি অভিনয় করেছেন বলে অভিযোগ অনেকের। তবে ব্রাজিল কোচ তিতে আছেন নেইমারের পাশে। তার মতে, নেইমারের পড়ে ব্যথা পাওয়াটা সবার চোখে অন্যায়। অথচ গোলের মুখে তাকে বারবার ট্যকাল করা অন্যায় না।

মেক্সিকোর বিপক্ষে ম্যাচ নিয়ে ব্রাজিল কোচ বলেন, ‘প্রতিপক্ষের বক্সে ড্রিবলিং করা কি নেইমারের পাপ? যদি পাপ হয়ে থাকে তবে আমি নেইমারকে বলবো সেই পাপ বেশি বেশি করতে।’ মেক্সিকো কোচ নেইমারের সমালোচনা করে বলেছেন, ‘নেইমার বার বার মাঠে পড়ে যাওয়ার ম্যাচের সময় নষ্ট হয়েছে। তার খেলোয়াড়দের মনোযোগ এবং শক্তির অপচয় হয়েছে।’

এ বিষয়ে ব্রাজিল কোচ বলেন, ‘যদি অন্যত্র কেউ শক্তি খরচ করে তবে ফুটবলের তাতে কিছু করার নেই। নেইমারকে ট্যাকল করায় আমরা আমাদের মনোযোগ হারিয়েছে। তবে ট্যাকল করে নেইমারকে আটকানো যাবে না। সে মাঠে খেলতে পছন্দ করে। অনেকে তার খেলার ধরণ বুঝতে পারে না। সে খুব চটপটে এবং দ্রুত গতির।’

ব্রাজিলের বিপক্ষে ফুটবল চেতনার পরিপন্থি আচরণ করেছেন মেক্সিকো ফুটবলার।  নেইমারের ডান পায়ে পা চাপিয়ে দিয়েছেন ওই ফুটবলার। এ ব্যাপারে ব্রাজিল কোচ বলেন, ‘বিষয়টি সবার কাছে পরিষ্কার। আমি তার পাশেই দাঁড়িয়ে ছিলাম। ওটা নিয়ে কারো সন্দেহ থাকলে নুতন করে তা আবার দেখা নেওয়া উচিত।’ ব্রাজিলের রক্ষণভাগ রাশিয়া বিশ্বকাপে দারুণ খেলা দেখাচ্ছে। তার কৌশল নিয়ে তিতে বলেন, ‘আমরা কোন ফুটবলারকে লক্ষ্য ধরে খেলি না। আমরা মাঠের জায়গা লক্ষ্য করে খেলি।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment