লৌহজংয়ে অ্যাটর্নি জেনারেল বুকের রক্ত দিয়ে হলেও এলাকা মাদকমুক্ত করবো

লৌহজংয়ে অ্যাটর্নি জেনারেল বুকের রক্ত দিয়ে হলেও এলাকা মাদকমুক্ত করবো

 মুন্সীগঞ্জ প্রতিনিধি।।

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, আমি আগামী সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসন থেকে এমপি নির্বাচিত হলে বুকের রক্ত দিয়ে হলেও এলাকাকে মাদকমুক্ত করবো, সন্ত্রাসমুক্ত করবো। সেইসাথে আমি সুখেদুঃখে আপনাদের পাশে থাকতে চাই।

গতকাল শুক্রবার বিকেলে লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের কাজিরগাঁও জামে মসজিদ প্রাঙ্গনে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দিন শিকদারের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আমি দেশের গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছি। এছাড়া যুদ্ধাপরাধ মামলা, বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেলহত্যা মামলা রাষ্ট্রের পক্ষে মামলাগুলো পরিচালনা করেছি। খালেদা জিয়া ও মওদুদ আহমদের বাড়ি দখলমুক্ত করেছি। শেখ হাসিনা অ্যাটর্নি জেনারেল হিসেবে সব ব্যাপারে আমার ওপর আস্থা রেখেছেন, আশা করি নমিনেশনের ব্যাপারেও আমার ওপর আস্থা রাখবেন। শাহিন বেপারীর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় মহাসচিব (অর্থ) বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বাসার, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুন্সী দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ওয়াদুদ খান, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক অলিউল ইসলাম, লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইলিয়াস আহমেদ মোল্লা, কলমা ইউপি চেয়ারম্যান শেখ মোতালেব হোসেন, বীর মুক্তিযোদ্ধা দিদার হোসেন, গোলাম হোসেন শিকদার, ডিএম কাদের প্রমুখ। এর আগে অ্যাটর্নি জেনারেল টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া জামে মসজিদে জুমার নামাজ করেন। উক্ত মসজিদের উন্নয়নের জন্য নিজ তহবিল থেকে তিনি এক লাখ টাকা দান করেন। সেখানে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ মোল্লা প্রমুখ।#

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment