অপহরণ নাকি সেচ্ছায় গৃহত্যাগ আদমদীঘিতে নিখোঁজ কিশোর-কিশোরীর ১৯দিনেও সন্ধান মিলেনি

 জাহাঙ্গীর আলম মিন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ

আদমদীঘির চাটখইর দাখিল মাদরাসার উম্মে কুলসুম (১৪) নামের ৯ম শ্রেনির এক ছাত্রী এবং সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের আদিল হোসেন রতনের ছেলে কারিফ (১৩) নামের কিশোর রহস্যজনক নিখোঁজের ১৯ দিনেরও সন্ধ্যান মিলেনি। পৃথকভাবে নিখোঁজ হওয়া এই দুই কিশোর- কিশোরীদের অপহরন করা হয়েছে নাকি সেচ্ছায় পিত্রালয় থেকে আত্মগোপনে রয়েছে এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। পৃথক দুটি ঘটনায় কিশোরীর বাবা আদমদীঘির চাটখইর গ্রামের রফিকুল ইসলাম এবং সান্তাহার কায়েতপাড়ার কিশোর কারিফের বাবা আদিল হোসেন রতন থানায় সাধারন ডায়েরি করেছেন। জানাযায়, আদমদীঘির চাটখইর গ্রামের রফিকুর ইসলামের মাতৃহারা মেয়ে গ্রামের মাদরাসার ৯ম শ্রেনির ছাত্রী উম্মে কুলসুম গত ২০ জুন সকাল ১০টায় তার পিত্রালয় থেকে নসরতপুর মামার বাড়ী যাবার কথা বলে বাড়ী থেকে বের হয়ে যাওয়ার পর সে মামার বাড়ী না পৌঁছে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এদিকে নিখোঁজ হওয়া কিশোর কারিফ (১৩) গত ২৩ জুন ২০১৮ইং তারিখে সন্ধ্যা ৭টায় বাড়ি থেকে বের হয়ে প্রতিবেশি সাইদুর রহমান মোনার ছেলে শুভ”র সাথে বাহিরে যায় পরে শুভ দুই দিন পর বাড়ি ফিরলেও কারিফের সন্ধান পাওয়া যায়নি। এতে নিখোঁজ হওয়া কিশোর-কিশোরীদের পরিবারের লোকজন তাদের আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও এখনপর্যন্ত কোন সন্ধ্যান পাননি। তারা জীবিত রয়েছে কিনা এ চিন্তায় রয়েছে তাদের পরিবার।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment