উল্লাপাড়া পৌরসভায় উন্মুক্ত বাজেট ঘোষণা আজ

 ইউসুফ আহম্মেদ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

শুক্রবার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া পৌর সভার ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর মেয়র এস.এম নজরুল ইসলাম পৌর উন্মুক্ত মঞ্চে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে ৭৫ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার ৭ শত ৫৭ টাকার বাজেট ঘোষণা করেন। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ-বিন-হাবিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা যুবলীগ আহবায়ক, মীর আরিফুল ইসলাম উজ্জাল,যুগ্নআহবায়ক বকুল,স্বেচ্ছাসেবক লীগ, সভাপতি মো: মোবারক হোসেন, উপজেলা ছাত্রলীগ, সোরয়ার হোসেন সবুজ, মো: ইউসুফ আহম্মেদ রোকন, মেয়র তার ঘোষণায় বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় দেখিয়েছেন ৭৫ কোটি ৪৫ লাখ ৭৫ হাজার ৭ শত ৫৭ টাকা এবং মোট ব্যয় ধরেছেন ৭৫ কোটি ৪১ লাখ ৭০ হাজার ৭ শত ৫৭ টাকা। বিগত বছর গুলোর তুলনায় এবারের বাজেটে প্রায় ৪ কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বাজেটে উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে সবচেয়ে বেশি অর্থ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment