মাদক,সন্ত্রাস, বাল্যবিবাহ ও জঙ্গীবাদ বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে | কে এম আলী আজম

মাদক,সন্ত্রাস, বাল্যবিবাহ ও জঙ্গীবাদ বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে | কে এম আলী আজম

 

ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম বলেছেন, বাংলাদেশ এখন মেধাবীদের দেশ। এখানে নারী ও পুরুষ সমান তালে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও আধুনিক রাষ্ট্র গঠন করতে আমাদের মনে রাখতে হবে ছেলে এবং মেয়ে আলাদা নয়, উভয়ে দেশের স¤পদ।
সোমবার (৯জুলাই) বেলা ১১টায় ঢাকার নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত সূধীজন ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। নবাবগঞ্জ উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন।

মাদক,সন্ত্রাস, বাল্যবিবাহ ও জঙ্গীবাদ বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে | কে এম আলী আজম

বিভাগীয় কমিশনার কে এম আলী আজম বলেন, মাদক,সন্ত্রাস, বাল্যবিবাহ ও জঙ্গীবাদ বন্ধ করতে পুলিশ প্রশাসনের সাথে দেশের সবাইকে এগিয়ে আসতে হবে। কারো একার পক্ষে এধরনের ব্যধি দূর করা সম্ভব নয়। দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে হলে প্রয়োজন দক্ষ মানব সম্পদ। তাই আমাদের সকলকে এবিষয়ে কাজ করতে হবে। লেখাপড়া করে বড় বড় ডিগ্রী নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করলেই চলবে না। একজন প্রতিষ্ঠিত ব্যক্তিকে দেশ ও দশের জন্য কাজ করতে হবে, তবেই দেশ এগিয়ে যাবে।
কমিশনার আরো বলেন, আধুনিক বিশ্বের সাথে তালমিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা শুধু মাত্র গার্মেন্টসের সিলাইয়ের মাধ্যমে এগিয়ে যেতে পারবো না। তাই আমাদের প্রত্যেককে বিভিন্ন ধরণের কর্মমুখি শিক্ষায় শিক্ষিত হয়ে অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রাখতে হবে। তাহলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ উন্নত দেশের ন্যায় মাথা তুলে দাঁড়াতে পারবে। এছাড়া বিভাগীয় কমিশনার অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও জাতীর পিতার স্বপ্নকে বাস্তবায়িত করতে সবাইকে একযোগে কাজ করার আহব্বান জানান।

মাদক,সন্ত্রাস, বাল্যবিবাহ ও জঙ্গীবাদ বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে | কে এম আলী আজম
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগ সাবেক সহ-সভাপতি আজিজুুর রহমান ফকু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ মিথুন মুন্নি, ওসি মোস্তফা কামাল, সাবেক অধ্যক্ষ মানবিন্দ্র দত্ত, ঢাকা জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম মুস্তফা শিমু, প্রকৌশলী মো. শাহজাহান, কৃষি কর্মকর্তা শহীদুল আমীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, ইউপি চেয়ারম্যান- আব্দুল ওয়াদুদ মিয়া, হাজী ইব্রাহীম খলিল, তপন মোল্লা, অধ্যক্ষ সাইদুর রহমান, জেলা পরিষদ সদস্য এস.এম সাইফুল ইসলাম প্রমূখ।
মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনার উপজেলা পুষ্টি কর্ণারে ফলদ গাছের চারা রোপন, বাহ্রা ইউনিয়নের বলমন্তচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ‘মিড ডে মিল’ কর্মসূচির উদ্বোধন, উপজেলা ভূমি অফিস, গালিমপুর আশ্রয়ন প্রকল্প, বিয়াম ল্যাবরেটরি স্কুল, কলাকোপা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment