পটুয়াখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি :
পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার-এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পটুয়াখালীতে পালিত হল বিশ্ব জনসংখ্যা দিবস। বুধবার সকাল ৯টায় পটুয়াখালী সার্কিট হাউসের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসক দরবার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মু. জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুর রশিদ, সিভিল সার্জন ডা. শাহ মোজাহিদুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী আলমগীর হোসেন প্রমূখ। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন উন্নয়ন কর্মী ও শিক্ষার্থীরা অংশ নেয়।
#

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment