দোহারে আঞ্চলিক মহাসড়কের গাইড ওয়াল নির্মানের ৩ দিনপর ভেঙ্গে পরেছে

 আবুল হাশেম ফকির,দোহারে:

দোহারে আঞ্চলিক মহাসড়কের গাইড ওয়াল নির্মানের ৩ দিনপর ভেঙ্গে পরেছে আবুল হাশেম ফকির ঢাকার দোহারের রাইপাড়া ইউনিয়নের করিমগঞ্জ এলাকায় আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ সাইডের ৭০-৮০ মিটার গাইডওয়াল নির্মাণের ৩দিন পর ভেঙ্গে পরেছে। সরজমিনে গিয়ে জানা যায় রাজ কনাস্ট্রাকসন বাশতলা হইতে কার্তিকপুর পর্যন্ত গাইড ওয়ালের কাজ পান (সওজ) থেকে। গত রমজান মাসে কাজ শুরু করে ঈদের আগে শেষ হয়।ঈদের ৩দিনপর গাইড ওয়ালটি ভেঙ্গে যায়। এব্যপারে এলাকাবাসী অভেযোগ করে আগামীর সময়কে বলেন নিম্নমানের সামগ্রী দিয়ে গাইড ওয়াল নির্মান করায় ধসে পরে যায় বলে জানান। এবিষয়ে সড়ক উন্নয়ন জনপথের প্রকৌশলী ওসমানগনীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান অতিরিক্ত বৃষ্টির কারনে গাইড ওয়ালের একটি অংশ ভেঙ্গে পরে। তবে ওয়ালটি পূর্ণনির্মান করে দেওয়া হবে। বর্ষা ও বৃষ্টি কমলে গাইড ওয়ালটি পুনরায় নির্মান করে দিবে রাজ কন্স্ট্রাাকসনকে বলে দেওয়া হয়েছে। রাজ কন্স্ট্রাাকসন এর মালিক মালেক রাজুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ইঞ্জিনিয়ারের অপরিকল্পিত ভাবে মাটি ভরাটের কারনে গাইড ওয়াল ভেঙ্গে পড়েছে বলে তার জোড় দাবি,তবে তিনি আগামীতে তিনি গাইডওয়াল পুনরায় নির্মান করে দেওয়ার আশ্বাস দেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment