নির্মাণশ্রমিকদের বাঁচাতে গিয়ে ফরহাদাবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু, অাহত চার

মোস্তাফা কামরুল, চট্টগ্রাম

নিজেদের নির্মাণাধীন ঘরের দুই নির্মাণশ্রমিক বিদ্যুতায়িত হলে তাদের উদ্ধার করতে গিয়ে একে একে দুই ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। অাজ (রোববার) সকাল এগারোটায় হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের জব্বারহাট সংলগ্ন অাব্বাস তালুকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার অাবুর বড় ছেলে সৌদি প্রবাসী নজরুল(৩৫) ও ছোট ছেলে রুকেল (২৬)। ঘটনায় চার রাজমিস্ত্রী অাহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফরহাদাবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান মো.অাকবর।
ঘটনার বিবরনে প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রী জামশেদ বলেন,’ তাদের নির্মানাধীন ঘরের বেইচের ঢালায় ছিল অাজ। ঢালায় করার সময় বেইচের গর্তের লোহার রড পাশ্ববর্তী টিনের সাথে স্পর্শে বিদ্যুতায়িত হয়। গর্তে থাকা দুই মিস্ত্রী তখন গর্তে চটপট করলে তাদের উদ্ধারে এগিয়ে যান নজরুল। ভাই এর এমন অবস্থা দেখে উদ্ধার করতে গর্তে নামেন ছোট ভাই রুকেলও। পরে বিদ্যুতের লাইন বন্ধ করে কোনভাবে মিস্ত্রীদের উদ্ধার করা গেলেও ঘটনাস্থলে দুই ভাই নিহত হন। সবাইকে নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা দেন। অাহতরা চিকিৎসাধীন।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত বড় ভাই নজরুল এক সন্তানের জনক। তারা তিন ভাই এক বোনের মধ্যে বড় ও ছোট ভাই মারা গেলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment