দোহারে মাদক বিরোধী অভিযানে সাহায্য করায় যুবককে কুপিয়ে জখম

ঢাকার দোহার উপজেলায় শীর্ষ মাদক বিরোধী অভিযানে সাহায্য করায় মাদক সম্রাট ও ব্যাবসায়ী সাগরের হাতে উপজেলার রাইপাড়া ইউনিয়নের মোঃ লোটাস রহমান (৩৫) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গিয়েছে। ঘটনাসূত্রে প্রতক্ষদর্শী ও আহত লোটাস রহমান জানায়, চলতি মাসের ৫ তারিখ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এক মহৎ উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী জিরোটলারেন্স মাদক বিরোধী সাড়াশি অভিযানের ঘোষনা করা হয়। তারই অংশবিশেষ হিসেবে চলতি বছরের গত দুই মাস আগে র‍্যাব-১১ এর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় উপজেলার বাশতলা এলাকায়। যেখানে মাদক সহ মাদক কারবারি ও সেবনকারী মোট ১২ জনকে দোহার থানা পুলিশের সাহায্যে আটক করতে সক্ষম হয় র‍্যাব-১১ এর সদস্যরা। আর এই অভিযানে মাদক স্পটের তথ্য দিয়ে র‍্যাব -১১ ও দোহার পুলিশকে সাহায্য করা হয় বলে লোটাস রহমান। যার জেড় ধরে দুই মাস পর চলতি মাসের ৫ জুলাই বৃহস্পতিবার তারিখে এ ঘটনা ঘটে। লোটাস রহমান জানায়, বহস্পতিবার সন্ধ্যার সময় সাগরের লোকজন এসে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় যে কেউ একজন তার সাথে কথা বলবে তাই বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। পরে লোটাস রহমানকে কথিত ব্যাক্তিরা রাইপাড়া ইউনিয়নের ফুলতলা নামক স্থানে রনির গেরেজের সামনে নিয়ে যায়। সেখানে যাওয়ামাত্র অতর্কিতভাবে উপস্থিত মাদক সম্রাট সাগর সহ ১০/১২ জন সন্ত্রাসী দেশীয় আস্ত্রসস্ত্র দিয়ে লোটাসকে কুপিয়ে ও রড দিয়ে শরিরের বিভিন্নস্থানে পিটিয়ে মাটিতে ফেলে পালিয়ে যায়। পরে স্থানিয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। পরে পঙ্গু হাসপাতাল চিকিৎসক এক্সরের মাধ্যমে জানান যে তার(লোটাস) দুই পায়ের হাড় ভেঙ্গে গেছে। তাই জরুরী ভিত্তিতে অপারেশনের মাধ্যমে পায়ে প্লেট লাগিয়ে অপারেশনের পর এখন তিনি শয্যাশায়ী অবস্থায় আছেন। তবে এ ঘটনা বিষয়ে দোহার থানা পুলিশের নিকট একটি অভিযোগ করা হলে এখনো কোনো পদক্ষেপ গ্রহন করা হয়নি বলে দুঃখ প্রকাশ করেন আহত লোটাস রহমান। কিন্তু লোটাস রহমানকে আহত করার সময় তিনি বেশ কয়েকজনকে চিনতে পেরেছেন বলে জানান। তাদের মধ্যে প্রত্যেকেই রাইপাড়া ইউনিয়নের লক্ষীপ্রসাদ নিবাসী আজিজ বেপারীর ছেলে ঝিন্টু বেপারী, মৃত আতর আলীর ছেলে আলহাজ্ব, মৃত মোতালেব মুন্সির ছেলে নাহিদ ও নাফিজ, মৃত কাদের মোল্লার ছেলে সজল ও সজিব, মৃত হাফেজ মোল্লার ছেলে বাদল ও উওর জয়পাড়া শেখ সালামের ছেলে রিয়াদ সহ মোট ১০/১২ জন লোক আহত করেছে বলে জানায় আহত লোটাস রহমান। এ বিষয়ে দোহার থানা সেকেন্ড অফিসার মোঃ শহিদুল ইসলাম দৈনিক আগামীর সময়কে জানান, লোটাস রহমানকে আহত করার ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে। এ বিষয়ে দোহার থানায় একটি সাধারণ অভিযোগ করা হয়েছে। কিন্তু বাদি পক্ষ যদি একটি মামলা দায়ের করে তাহলে সত্যানুসন্ধানের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য যে, অভিযুক্ত সাগর দোহারের একজন শীর্ষ মাদক ব্যাবসায়ী। বেশ কিছু দিন আগে দোহার থানা পুলিশ সাগরকে মাদক সহ হাতেনাতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাকে সাজা স্বরুপ জেল হাজতে পাঠায়। পরে সাগর জামিনে মুক্ত হয়ে এমন সব অপকর্ম করে এখন পলাতক অবস্থায় রয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment