ছাতকে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার শতকরা ৭১.০৮ ভাগ

হাবিবুর রহমান নাসির ছাতক,সুনামগঞ্জ:
ছাতকে এইচএসসি ও সমমান পরীক্ষায় ৩ হাজার ৩৯ জনের মধ্যে ২ হাজার ১৬০জন
পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ লাভ করেছে ৩জন শিক্ষকার্থী। পাশের হার শতকরা
৭১.০৮ভাগ। এইচএসসি পরীক্ষা ২ হাজার ৫১০ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে
১হাজার ৭৩৩ জন। জিপিএ-৫ লাভ করেছে ৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাতক অনার্স
ডিগ্রি কলেজের ২ জন ও জাউয়াবাজার ডিগ্রি কলেজের ১জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ
করেছে। পাশের হার শতকরা ৬৯.০৪ ভাগ। উপজেলার ৮টি কলেজের মধ্যে উত্তর সুরমা আজমত
আলীস্কুল এন্ড কলেজের ২০জন শিক্ষার্থীর মধ্যে কেউ কৃতকার্য হতে পারেনি। শতভাগ

ফলাফল অর্জন করেছে সমতা স্কুল এন্ড কলেজ। উপজেলার ৬টি মাদ্রসা থেকে ৪৬২ জন
শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩৯৬ জন শিক্ষার্থী। কোন
শিক্ষার্থীই জিপিএ-৫ লাভ করতে পারেনি। পাশের হার শতকরা ৮৫.৭১ ভাগ। ছাতক সরকারী
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৬৭ জন শিক্ষকার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৩১ জন।
পাশের হার শতকরা ৪৬.২৬ ভাগ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment